ক্ষতিগ্রস্ত চাষিদের বিমার টাকা দেওয়ার উদ্যোগ শুরু

রাজ্য সরকার সাম্প্রতিক অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চাষিদের নষ্ট ফসলের জন্য শস্যবিমা যোজনার টাকা দেওয়ার উদ্যোগ শুরু করেছে।

Must read

প্রতিবেদন : রাজ্য সরকার সাম্প্রতিক অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চাষিদের নষ্ট ফসলের জন্য শস্যবিমা যোজনার টাকা দেওয়ার উদ্যোগ শুরু করেছে। এই প্রকল্পে আমন ধান, আলু-সহ বিভিন্ন রবিশস্যের উপর ক্ষতিপূরণের সুযোগ মিলবে বলে কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন-জেলায় জেলায় এবার সিনার্জি

পাশাপাশি অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যে সব আলুচাষি বিমার আওতায় নেই, তাঁরাও এখনই বিমা করিয়ে ক্ষতিপূরণের সুযোগ পাবেন বলে দফতরের তরফে জানানো হয়েছে। আলুর চাষের উপর ওই বিমা ৩১ ডিসেম্বর পর্যন্ত করানো যাবে। প্রাকৃতিক দুর্যোগের পরিপ্রেক্ষিতে সোমবারই নবান্নে কৃষি দফতরের শীর্ষ কর্তাদের সঙ্গে বিমা সংস্থার আধিকারিকদের জরুরি বৈঠক হয়েছে। ক্ষতিগ্রস্ত আলু চাষিদের বিমা করানোর জন্য বিশেষ উদ্যোগ নেওয়া নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন-ডেঙ্গি প্রতিরোধে

গত মরশুমে প্রায় ৪ লক্ষ আলু চাষি বাংলা শস্যবিমা করেন। এবারের ক্ষতির পরিপ্রেক্ষিতে সংখ্যাটি আরও বড় হতে পারে। আলুর বিমার ক্ষেত্রে প্রিমিয়ামের সর্বোচ্চ ৪.৮৫ শতাংশ চাষিকে দিতে হয়। বাকিটা দেয় রাজ্য সরকার। রবি মরশুমে আখের ক্ষেত্রেও একই ব্যবস্থা রয়েছে। বোরো ধান, গম, বিভিন্ন ডাল, তৈলবীজ প্রভৃতির জন্য বাংলা শস্যবিমায় প্রিমিয়ামের সমস্ত ব্যয় রাজ্য সরকার বহন ক

Latest article