প্রতিবেদন : বরোদাকে হারানোর ২৪ ঘণ্টার মধ্যেই বিজয় হাজারে ট্রফির দ্বিতীয় ম্যাচে হার বাংলার। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পুদুচেরির কাছে হেরে গেল বঙ্গ ব্রিগেড। হঠাৎ বৃষ্টি আসায় কপাল পুড়ল বাংলার। ভিজেডি পদ্ধতিতে পুদুচেরি মাত্র ৮ রানে জিতল।
আরও পড়ুন-সাগরে নিষিদ্ধ প্লাস্টিক, থার্মোকল
প্রথমে ব্যাটিং করে বাংলা নির্ধারিত ৫০ ওভারে করে ৮ উইকেটে ২৬৪ রান। ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়া বাংলাকে উদ্ধার করেন অলরাউন্ডার শাহবাজ আহমেদ। সাত নম্বরে ব্যাট করতে নেমে শাহবাজ মাত্র ৬০ বলে ৮৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। আটটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারিতে সাজানো শাহবাজের ইনিংস। শ্রীবৎস গোস্বামীর ব্যাট থেকে আসে ৪৫ রান।
আরও পড়ুন-পথদুর্ঘটনা, খুব জোর বাঁচলেন সায়ন্তিকা
জবাবে পুদুচেরির রান যখন ৩০ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৩২, তখনই মুষলধারে বৃষ্টি নামে। বৃষ্টি না থামায় খেলা আর শুরু করা যায়নি। ভিজেডি পদ্ধতিতে খেলার নিষ্পত্তি হয়। পুদুচেরির হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন পবন দেশপাণ্ডে।
এভাবে ম্যাচ হেরে হতাশ বাংলা শিবির। কোচ অরুণ লাল বলেন, ‘‘ম্যাচ আমাদের হাতে ছিল। ২০ ওভারে ওদের আরও ১৩৩ রান করতে হত। দুর্ভাগ্য, আমরা এই ম্যাচ হেরে ফিরলাম।’’ রবিবার এলিট বি গ্রুপে বাংলার পরের ম্যাচ মুম্বইয়ের বিরুদ্ধে। আরও একটা কঠিন ম্যাচের মানসিক প্রস্তুতি শুরু করে দিয়েছে বঙ্গ ব্রিগেড।