সাগরে নিষিদ্ধ প্লাস্টিক, থার্মোকল

পরিবেশবান্ধব সবুজ ও স্বচ্ছ গঙ্গাসাগর মেলা পরিচালনার জন্য এই পদক্ষেপ বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Must read

সুস্মিতা মণ্ডল, গঙ্গাসাগর :‌ আসন্ন গঙ্গাসাগর মেলা হবে প্লাস্টিক ও থার্মোকলমুক্ত। মেলার দিনগুলিতে যথেচ্ছহারে প্লাস্টিক ও থার্মোকলের কাপ, প্লেট, থালা, বাটি, ট্রে ব্যবহার হয়। ফলে মেলার মাঠ ও সমুদ্রতট জুড়ে আবর্জনায় ভরে যায়। পরিবর্তে কাগজের কাপ, ঠোঙা বা ব্যাগ ব্যবহারে জোর দেওয়া হবে। বৃহস্পতিবার গঙ্গাসাগর‌-‌বকখালি উন্নয়ন পর্ষদের (জিবিডিএ)‌ পক্ষ থেকে স্থানীয় দোকানদার, ব্যবসায়ীদের নিয়ে একটি বৈঠকের পর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়।

আরও পড়ুন-বড়দিনে সাজছে দিঘা

জিবিডিএ-র পক্ষ থেকে একটি ছাপানো অঙ্গীকারপত্র প্রত্যেক ব্যবসায়ীকে দেওয়া হবে। সেই অঙ্গীকারপত্রে ‘প্লাস্টিক ও থার্মোকল ব্যবহার বন্ধ রাখব’, বলে জানাতে হবে প্রত্যেক ব্যবসায়ীকে। নিয়ম ভেঙে কেউ ব্যবহার করলে, সেই দোকানের সমস্ত জিনিস বাজেয়াপ্ত করা হবে। আইনানুগ ব্যবস্থার পাশাপাশি আর্থিক জরিমানাও হতে পারে। এমনকী কোনও ক্রেতাকেও প্লাস্টিক বা থার্মোকল ব্যবহার করতে দেখলে দোকানদারকে তা বন্ধ করতে হবে।

আরও পড়ুন-পথদুর্ঘটনা, খুব জোর বাঁচলেন সায়ন্তিকা

পরিবেশবান্ধব সবুজ ও স্বচ্ছ গঙ্গাসাগর মেলা পরিচালনার জন্য এই পদক্ষেপ বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিনের বৈঠকে ছিলেন জিবিডিএ-র চেয়ারম্যান শ্রীমন্ত মালি, মহকুমা শাসক অরণ্য বন্দ্যোপাধ্যায়, আধিকারিক শম্ভুদীপ সরকার, বিডিও সুদীপ্ত মণ্ডল। বিডিও সুদীপ্ত মণ্ডল বলেন, ‘‘প্লাস্টিক ও থার্মোকল ব্যবহারের কুফল ইতিমধ্যে আমরা সকলেই জানি। সেজন্য মেলাকে স্বচ্ছ সবুজ করতে প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি ব্যবসায়ী ও দোকানদারকে অঙ্গীকারপত্রে সই করে তা আমাদের কাছে জমা করতে হবে।’’‌

Latest article