সংবাদদাতা, কৃষ্ণনগর : সদ্যনির্বাচিত বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বৃহস্পতিবার কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় উপস্থিত থেকে তাঁর কাছে দাবি জানান, শান্তিপুরের বড় সমস্যা গঙ্গাভাঙন।
ইতিমধ্যে শান্তিপুর পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড ভাঙনের কবলে। ১৬ নম্বর ওয়ার্ড ও শহর সংলগ্ন বেশ কিছু এলাকায় গঙ্গাভাঙনের ফলে তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়িঘর। সর্বস্বান্ত অনেক মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এখানে রয়েছে বড় পাম্পিং স্টেশন, স্কুল।
আরও পড়ুন-পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য, মৃত্যুর তদন্ত করবে সেনার তিন শাখা
তাই দ্রুত গঙ্গার ভাঙনরোধে ব্যবস্থা নিলে বেঁচে যাবে সেগুলো, বলেন বিধায়ক ব্রজকিশোর। বিধায়কের কথায় গুরুত্ব দিয়ে ও সমর্থন জানিয়ে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, দ্রুত তাঁর কাছে এ বিষয়ে একটি প্রস্তাব পাঠাতে। সেটি হাতে পেলেই তিনি এই কাজগুলো করতে পারবেন। এছাড়া শান্তিপুর হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে দ্রুত ব্যবস্থার আবেদন জানান বিধায়ক।
মুখ্যমন্ত্রী তাঁকে এ বিষয়েও প্রস্তাব পাঠাতে বলেন। জানান, প্রস্তাব পেলে তিনি হাসপাতালের উন্নয়নকে আরও কয়েক ধাপ এগিয়ে দেবেন। প্রসঙ্গত, ইতিমধ্যেই শান্তিপুর হাসপাতালে তৈরি হয়েছে অক্সিজেন প্ল্যান্ট ও শিশুদের আলাদা ইউনিট। তৈরি হয়েছে মহিলা ওয়ার্ড। চক্ষু অপারেশনের জন্য আলাদা অপারেশন থিয়েটারও হয়েছে। ব্যাপক উন্নয়ন ঘটেছে এই হাসপাতালে।