শেষ হল ঐতিহাসিক কৃষক আন্দোলন

শনিবারে গ্রামে ফিরে যাবেন কৃষকরা

Must read

অনন্ত গুছাইত, নয়াদিল্লি : শেষ হল ভারতের ঐতিহাসিক কৃষক আন্দোলন। সংযুক্ত কিসান মোর্চা বৃহস্পতিবার দিল্লির সীমান্তে তাদের বিক্ষোভ প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়। গত ১৫ মাসেরও বেশি সময় ধরে তিনটি কৃষি আইন বাতিল এবং ফসলের ন্যূনতম সমর্থন মূল্যের (এমএসপি) আইনি গ্যারান্টি সহ অন্যান্য ইস্যুতে ঐক্যবদ্ধ আন্দোলন চালাচ্ছিলেন কৃষকরা।

আরও পড়ুন-গঙ্গাভাঙন রুখতে প্রস্তাব চাইলেন মুখ্যমন্ত্রী

এদিন কিসান মোর্চা ঘোষণা করেছে, ১১ ডিসেম্বর শনিবার তাদের বিক্ষোভ শেষ হবে এবং দিল্লির তিনটি সীমান্তে অবস্থানরত কৃষকরা তাঁদের বাড়ি ফিরে যাবেন। কৃষক সংগঠনগুলি বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় বিজয় প্রার্থনা করে। ঠিক হয়েছে, শনিবার সীমান্তে হবে বিজয় মিছিল।

আরও পড়ুন-পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য, মৃত্যুর তদন্ত করবে সেনার তিন শাখা

পাঞ্জাবের কৃষক নেতারা ১৩ ডিসেম্বর অমৃতসরের স্বর্ণমন্দিরে প্রণাম করার পরিকল্পনা করেছেন৷ মোর্চা ১৫ জানুয়ারি দিল্লিতে আরেকটি সভা করবে৷ ভারতীয় কিসান ইউনিয়নের নেতা যোগীন্দর উগ্রাহান জানিয়েছেন, আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত পুলিশ মামলা নিঃশর্ত প্রত্যাহার সহ সরকারের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন প্রস্তাব সম্বলিত কেন্দ্রীয় কৃষিসচিব স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক চিঠি মোর্চা পেয়েছে। কৃষক মোর্চার অন্যতম নেতা বলবীর সিং রাজেওয়াল বলেছেন, আন্দোলন স্থগিত করা হয়েছে। এরপর সরকার প্রস্তাবগুলি বাস্তবায়িত করে কি না তা পর্যালোচনা করতে বসবেন কৃষকরা।

আরও পড়ুন-বাম ব্যর্থতা সরিয়ে উঠবে নতুন সূর্য

কেন্দ্রীয় সরকার একটি খসড়ায় বলেছিল, কৃষি আইন বাতিলের প্রেক্ষিতে কৃষকদের আন্দোলন চালিয়ে যাওয়ার কোনও যৌক্তিকতা নেই। বুধবার মোর্চার বৈঠকে সরকারের প্রস্তাবে সম্মতি জানাতে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়।

মোর্চার পক্ষ থেকে সরকারকে জানিয়ে দেওয়া হয়, প্রস্তাব সম্বলিত চিঠি আনুষ্ঠানিকভাবে দিতে হবে। সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পেয়ে বৃহস্পতিবার মোর্চা নেতারা বৈঠকে বসেন এবং চলতি আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন। সূত্র মারফত জানা গিয়েছে, সরকারের পাঠানো প্রস্তাবে এমএসপি নিয়ে গঠিত কমিটিতে যুক্ত কিসান মোর্চার সদস্যদের অন্তর্ভুক্ত করার সম্মতি দেওয়া হয়েছে।

Latest article