শ্যামল রায়, কৃষ্ণনগর : আগামী দিনে শিল্পের বিরাট সম্ভাবনা রয়েছে নদিয়া জেলায়। সেই লক্ষ্যে বিপুল বিনিয়োগ হতে পারে এই জেলায়। বৃহস্পতিবার নদিয়া জেলার প্রশাসনিক বৈঠকে এমনই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিনিয়োগকে কেন্দ্র করে গোটা জেলার কর্মসংস্থান বৃদ্ধি, প্রগতি ও উন্নতির সম্ভাবনার কথা এদিন নিজের মুখেই জানালেন স্বয়ং মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-রাজ্যপালকে পাল্টা আক্রমণে তৃণমূল
নদিয়া জেলার শিল্প নিয়ে বলতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নদিয়া জেলায় প্রচুর ঘরোয়া শিল্প রয়েছে। যেমন, তাঁত, কাঁসা থেকে মৃৎশিল্প। এসব শিল্প নিয়ে ভাবনাচিন্তা করার কথা বলেন মুখ্যমন্ত্রী। এই সব শিল্পের সম্ভাবনাকে মাথায় রেখে তিনি এগুলি নিয়ে আরও এগিয়ে নিয়ে যাওয়ার উপরও জোর দেন। জেলার শিল্পপতিরা নতুন শিল্প স্থাপনের জন্য তাঁর কাছে আরও ৫ একর জমি চান। জবাবে তিনি বলেন, সরকার পারলে আপনাদের জমি দেবে।
আরও পড়ুন-রানাঘাটে হবে দ্বিতীয় ক্যাম্পাস
কিন্তু যদি না পারে তাহলে আপনারা নিজেদের উদ্যোগে জমির ব্যবস্থা করুন। সে জমিতে আপনার কী কী করতে চান, তা প্রস্তাব আকারে আমাদের জানান। কয়েকদিন পরেই জেলায় শিল্পের সম্ভাবনা নিয়ে আয়োজিত হবে সিনার্জি। সেখানে প্রস্তাব আকারে তা পেশ করার পরামর্শ দেন তিনি। এছাড়াও নদিয়া জেলায় পর্যটনের বিপুল সম্ভাবনাকে মাথায় রেখে একাধিক পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-শেষ হল ঐতিহাসিক কৃষক আন্দোলন
শান্তিপুর থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত এলাকাজুড়ে অনেক মন্দির-সহ দর্শনীয় স্থান রয়েছে। সেগুলিকে জুড়ে একটি পর্যটন প্যাকেজ বা সার্কিট ট্যুরিজম চালু করার ওপরও জোর দেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি কাঁচা পাট থেকে কোষা সিল্ক তৈরি করা যায় কি না তা নিয়েও ভাবনাচিন্তা করার পরামর্শ দেন তিনি। জেলার ছোট শিল্প পার্কগুলিকে নিয়ে ইন্ডাস্ট্রিয়াল হাব গড়ে তোলার কথাও বলেন মুখ্যমন্ত্রী।