ছাড় দিল সেফটি কমিশনার টালা ব্রিজ

গত সপ্তাহে রেল-রোড ওভারব্রিজ তৈরি করার জন্যে রাজ্য পূর্ত দফতরের তরফ থেকে চূড়ান্ত নকশা পাঠানো হয় পূর্ব রেলের কাছে।

Must read

প্রতিবেদন : আরও ত্বরান্বিত হল টালা ব্রিজের নির্মাণকাজ। এই ব্রিজের মাঝামাঝি থাকা রেললাইনের উপরাংশের নির্মাণকাজের জন্য রেলওয়ে নিরাপত্তা কমিশনারের চূড়ান্ত অনুমোদন পাওয়া গিয়েছে। এর ফলে টালা ব্রিজের রেললাইনের উপরের অংশে ব্রিজ নির্মাণে আর কোনও বাধা রইল না।

আরও পড়ুন-নদিয়ায় বিনিয়োগের নতুন দিশা

জানা গিয়েছে, গত সপ্তাহে রেল-রোড ওভারব্রিজ তৈরি করার জন্যে রাজ্য পূর্ত দফতরের তরফ থেকে চূড়ান্ত নকশা পাঠানো হয় পূর্ব রেলের কাছে। তারপরে পূর্ত দফতরের পাঠানো নকশা পূর্ব রেল পাঠিয়ে দেয় রেলওয়ে সেফটি কমিশনারের কাছে গত ৬ ডিসেম্বর। আর সেই নকশায় সিলমোহর দিয়ে ৮ ডিসেম্বর পূর্ব রেলের কাছে সমস্ত তথ্য পাঠিয়ে দেয় রেলওয়ে সেফটি কমিশনার। অতএব চক্র রেলের উপর দিয়ে আর টালা ব্রিজের একটি অংশ তৈরির কাজে কোনও বাধা রইল না।

আরও পড়ুন-রানাঘাটে হবে দ্বিতীয় ক্যাম্পাস

টালা ব্রিজে কবে খুলবে তার দিনক্ষণ আগেই বিধানসভায় জানিয়েছেন পূর্তমন্ত্রী মলয় ঘটক। এবার রেলওয়ে সেফটি কমিশনারের কাছ থেকে মেলা ছাড়পত্রের ভিত্তিতে কাজ আরও দ্রুত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পূর্তমন্ত্রী মলয় ঘটক আগেই জানিয়েছেন, মার্চ-এপ্রিল মাস নাগাদ জনসাধারণের জন্য খুলে যাবে টালা ব্রিজ।

Latest article