শোকপ্রকাশে বাধা, সরব তৃণমূল

বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টায় তাতে বাধা দেয় সরকারপক্ষ। এর প্রতিবাদে বৃহস্পতিবার সংসদে সরব হলেন তৃণমূল কংগ্রেস সাংসদরা।

Must read

নয়াদিল্লি : সংসদের ভিতরে প্রয়াত সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টায় তাতে বাধা দেয় সরকারপক্ষ। এর প্রতিবাদে বৃহস্পতিবার সংসদে সরব হলেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। একইভাবে প্রতিবাদ জানায় কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলও।

আরও পড়ুন-ছাড় দিল সেফটি কমিশনার টালা ব্রিজ

ভয়ঙ্কর চপার দুর্ঘটনায় দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের আকস্মিক মৃত্যুর পর বৃহস্পতিবার সংসদের দুই কক্ষেই বিবৃতি দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং শোকপ্রকাশ করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। নীরবতা পালনও হয়।

এই সময়ে বিরোধীদের পক্ষ থেকে রাজ্যসভায় আবেদন ওঠে, সমগ্র দেশের এই নিদারুণ শোকের মুহূর্তে সেনার প্রতি সম্মান জানাতে বিরোধীরাও জেনারেল বিপিন রাওয়াতের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য পেশ করতে চান। কিন্তু বিরোধীদের এই আবেদন অগ্রাহ্য করা হয়। কথা বলার সুযোগ না দেওয়ায় তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিরোধীরা রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন। সরকারের এই অগণতান্ত্রিক মনোভাবের তীব্র সমালোচনা করেন তৃণমূল কংগ্রেস সাংসদ জহর সরকার, সুস্মিতা দেব প্রমুখ।

আরও পড়ুন-নদিয়ায় বিনিয়োগের নতুন দিশা

পরে এদিন তৃণমূল কংগ্রেস সহ বিরোধীদের পক্ষ থেকে জানানো হয়, দেশের এমন একটা শোকের সময় যে ১২ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল তাঁরা এদিন প্রয়াত রাওয়াতের প্রতি সম্মান জানিয়ে এদিনকার মতো ধরনা অবস্থান প্রত্যাহার করছেন। তাঁদের অভিযোগ, বিপিন রাওয়াতের স্মৃতিচারণেও বাধা দিয়েছে বিজেপি সরকার।

আরও পড়ুন-রানাঘাটে হবে দ্বিতীয় ক্যাম্পাস

সংসদের বাইরে বেরিয়ে রাজ্যসভার তৃণমূল সাংসদ জহর সরকার এবং সুস্মিতা দেব জানান, যেভাবে প্রত্যেকটা বিষয়কে নিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে তাতে তো আমরা কোনওদিনই কোনও কিছু বলতে পারব না সংসদের ভিতরে। এমনকী মানবিকতার কোনও জায়গায় রাখা হচ্ছে না সংসদে। এদিন গান্ধীমূর্তির পাদদেশে এসে বহিষ্কৃত সাংসদদের সঙ্গে এক মিনিট নীরবতা পালন করে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানান তাঁরা।

আরও পড়ুন-গঙ্গাভাঙন রুখতে প্রস্তাব চাইলেন মুখ্যমন্ত্রী

অন্যদিকে রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন জানান, বহিষ্কারের অন্যায় সিদ্ধান্তের পর ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই নেই। আমাদের ধরনা- অবস্থান চলবে। জেনারেল রাওয়াতকে শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার আমরা এই অবস্থান কর্মসূচি বন্ধ রেখেছি। শুক্রবার থেকে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত এই অবস্থান লাগাতার চলবে। এদিনের ধরনা মঞ্চে সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন সংহতি জানাতে আসেন এবং সাংসদদের লাল টুপি বিতরণ করেন।

Latest article