৯ জুন ভারত-পাক ম্যাচ

এদিকে স্ট্রাইক রেট নিয়ে সুনীল গাভাসকরের কড়া সমালোচনার মুখে পড়ার পর ওয়াসিম আক্রমকে পাশে পেয়েছিলেন বিরাট।

Must read

করাচি, ৬ মে : টি-২০ বিশ্বকাপের দামামা বাজিয়ে দিলেন বাবর আজম। বিশেষ করে বিরাট কোহলির ব্যাটিং রুখে দেওয়ার দাওয়াই তাঁদের তৈরি, এমনটাই দাবি করলেন পাকিস্তান অধিনায়ক। বাবর জানিয়ে দিলেন, তাঁরা কখনও একজন ক্রিকেটারের জন্য ভাবনা-চিন্তা করেন না। তবে বিপক্ষে বিরাটের মতো সেরা ব্যাটার থাকলে আলাদা করে পরিকল্পনা সাজাতেই হয়।

আরও পড়ুন-আক্রান্তদের পাশে শান্তনু

এক সাক্ষাৎকারে বাবরের বক্তব্য, “দল হিসেবে প্রতিপক্ষের সবক’টি দলের শক্তি অনুয়ায়ী পরিকল্পনা করে রাখতে হয়। আর আমরা কখনওই নির্দিষ্ট কোনও একজন ক্রিকেটারকে নিয়ে চিন্তা করি না। আমাদের ভাবনায় থাকেন ১১ জন ক্রিকেটারই। নিউইর্য়কের পরিস্থিতি নিয়ে আমাদের খুব বেশি জানা নেই। কিন্তু এটা পরিষ্কার, আপনার বিপরীতে বিরাটের মতো বিশ্বসেরা ক্রিকেটার থাকলে পরিকল্পনা করতেই হয়। আর আমরা তৈরি আছিও ওর বিরুদ্ধে খেলার জন্য।” সামনে পাকিস্তানকে পেলে প্রাক্তন ভারত অধিনায়কের ব্যাট হাতে জ্বলে ওঠার প্রসঙ্গ নতুন কিছু নয়। শেষ ১০ বারের সাক্ষাতে বাবরদের বিরুদ্ধে বিরাটের ব্যাট থেকে এসেছে ৪৮৮ রান। গড় ৮১.৩৩। স্ট্রাইক রেট ১২৩। এদিকে স্ট্রাইক রেট নিয়ে সুনীল গাভাসকরের কড়া সমালোচনার মুখে পড়ার পর ওয়াসিম আক্রমকে পাশে পেয়েছিলেন বিরাট। এবার ম্যাথু হেডেনও বিরাটের পাশে দাঁড়িয়ে বললেন, “বিরাটের স্ট্রাইক রেট সঠিকই আছে। কোনও সন্দেহ নেই, বিশ্বকাপে যে জায়গাতেই ব্যাট করুক সব পজিশনে আগ্রাসী ভঙ্গিতে খেলার দক্ষতা বিরাটের আছে।”

Latest article