বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার : উত্তরবঙ্গ উন্নয়ন দেখেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। বাগান শ্রমিকদের সমস্যার সমাধান করেছেন মুখ্যমন্ত্রী। মজুরি বৃদ্ধি, পানীয় জল, আবাসন-সহ নানা প্রকল্পে ভরিয়ে দিয়েছেন তিনি। কিন্তু চা বাগান নিয়ে পাশে রাজ্য থাকলেও বিরোধিতা করছে কেন্দ্র। দিনের পর দিন কেন্দ্রের এই অসহযোগিতার বিরুদ্ধে এবার সরব হলেন চা শ্রমিকরা।
শুক্রবার কেন্দ্রের বিরুদ্ধে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন চা বাগানে গেট মিটিংয়ে শামিল হন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির কর্মী-সমর্থক এবং বাগান শ্রমিকেরা। মিটিং চলে জেলার বিভিন্ন চা-বাগানগুলিতে। শুক্রবার ও শনিবার দু’দিন ধরে চলবে এই গেট মিটিং। কিন্তু চা-বাগান অধ্যুষিত আলিপুরদুয়ার জেলাকে সর্বদাই বঞ্চিত করছে কেন্দ্রের বিজেপি সরকার।
আরও পড়ুন : সরকারি প্রকল্প নিয়ে দুর্নীতি কড়া ব্যবস্থা নিচ্ছে প্রশাসন
আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ, বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী হয়েও চা-বাগানের শ্রমিকদের কোনও সমস্যারই সমাধানে সচেষ্ট হচ্ছেন না, এমনটাই অভিযোগ করলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূলের সভাপতি প্রকাশ চিক বাড়াইক। শুক্রবার তৃণমূলের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম, সংকোষ, রায়মাটাং, ডিমা, দলসিংপাড়া-সহ বিভিন্ন চা-বাগানের ফ্যাক্টরি গেটের সামনে গেট মিটিংয়ে শামিল হয় শ্রমিকেরা। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রকাশ চিক বাড়াইক ও আইএনটিটিইউসির জেলা সভাপতি বিনোদ মিনজ গেট মিটিংয়ে উপস্থিত থেকে চা-বাগান শ্রমিকদের প্রতি কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সুর চড়িয়েছেন। উল্লেখ্য, ইতিমধ্যেই চা-বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরিও নির্ধারণ করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বেশ কিছু বন্ধ বাগান খুলে গেছে ইতিমধ্যেই। আর বাকিগুলোও খোলার প্রক্রিয়া চলছে, সম্প্রতি বন্ধ বাগানগুলো শিগগিরই খুলে যাবে বলে ইঙ্গিত দিয়েছেন শ্রমমন্ত্রী বেচারাম মান্না।