মুখ্যমন্ত্রীর নির্দেশে গাইড প্রশিক্ষণ

Must read

কল্যাণ চন্দ্র, বহরমপুর : রাজ্যে এই প্রথম গাইডদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ শুরু হল মুর্শিদাবাদে। ইতিহাস প্রসিদ্ধ লালবাগের হাজারদুয়ারির গাইডদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হল বহরমপুরের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর পর্যটনে জোর দেওয়ার ঘোষণার পর। লালবাগের ১০৩ জন গাইডকে প্রশিক্ষণ দিয়ে ‘সার্টিফায়েড গাইড’-এর স্বীকৃতি দেওয়া হবে। তাঁরা পর্যটকদের কাছে মুর্শিদাবাদের নির্ভুল ইতিহাস তুলে ধরবেন। পর্যটন বিভাগের উদ্যোগে খুশি গাইডরা।

আরও পড়ুন : পাশে রাজ্য বিরুদ্ধে কেন্দ্র

জেলাশাসক শরদকুমার দ্বিবেদী বলেন, লালবাগে নবাবদের সংগ্রহশালা হাজারদুয়ারি যেমন রয়েছে, তেমনই কাঠগোলা, কাটরা মজসিদ, নসিপুর রাজবাড়ি, সিরাজদৌল্লার সমাধিস্থল-সহ নানা ঐতিহাসিক নিদর্শন রয়েছে। এগুলি দেখতে দেশবিদেশের মানুষ লালবাগে আসেন। পর্যটকরা যাতে নির্ভুল ইতিহাস জানতে পারেন সে জন্যই এই উদ্যোগ। পর্যটন বিভাগের গাইড লাইন অনুযায়ী ৯৬ ঘণ্টার ট্রেনিং পাবেন বেছে নেওয়া ১০৩ জন গাইড। ১০ মহিলাও আছেন এঁদের মধ্যে। ‘সার্টিফায়েড গাইড’ স্বীকৃতিপ্রাপ্ত গাইডদের সঙ্গে প্রশাসনেরও যোগসূত্র গড়ে উঠবে। পর্যটকরা কোনও সমস্যায় পড়লে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন গাইডরা। তবে পর্যটকদের কাছ থেকে পারিশ্রমিক নেওয়ার স্বাধীনতা থাকবে গাইডদের হাতে। হাজারদুয়ারির গাইড বসির খান বলেন, সরকারের খুব ভাল উদ্যোগ এটি। আমরা অনেক কিছু জানতে পারব। সরকারি তকমা থাকলে পর্যটকরাও ভরসা করবেন আমাদের। এর ফলে আমাদের রোজগারও বাড়বে।

Latest article