গৃহলক্ষ্মী কার্ড প্রকাশ করে আনন্দিত মমতা বন্দ্যোপাধ্যায়, জানালেন টুইটারে

গোয়ায় জিতলে প্রতি পরিবারের বয়োজ্যেষ্ঠ মহিলাকে ৫ হাজার টাকার মাসিক অর্থসাহায্য দেওয়া হবে বলে ঘোষণা করেছে তৃণমূল।

Must read

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে গোয়ায় বিধানসভা নির্বাচন। সেখানে কাজ শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। মহিলাদের জন্য চমকপ্রদ প্রতিশ্রুতি দিল ঘাসফুল শিবির। গোয়ায় জিতলে প্রতি পরিবারের বয়োজ্যেষ্ঠ মহিলাকে ৫ হাজার টাকার মাসিক অর্থসাহায্য দেওয়া হবে বলে ঘোষণা করেছে তৃণমূল।

তৃতীয় বারের জন্য পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই টাকা সরাসরি পৌঁছে যাচ্ছে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

আরও পড়ুন-তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারে কলকাতার উন্নয়নের ক্ষেত্রে দেওয়া হল প্রধান ১০টি প্রতিশ্রুতি

শনিবার টুইটারে ভিডিও-সহ তথ্য সামনে এনেছে গোয়া তৃণমূল কংগ্রেস। সেখানে জানানো হয়েছে, “প্রতিটি পবিবারের মাসিক আয় নিশ্চিত করতে গোয়া তৃণমূল গৃহলক্ষ্মী কার্ড চালু করছে। এই মাসিক আয় সহায়তা প্রকল্পে প্রতিটি পরিবারের এক জন মহিলাকে মাসে সরাসরি ৫,০০০ টাকা (বছরে ৬০ হাজার) দেওয়া হবে”।

এই প্রকল্পে সরকারের ব্যয় হতে চলেছে ১,৫০০-২,০০০ কোটি টাকা। যা রাজ্য বাজেটের ৬-৮ শতাংশ।

কমপক্ষে সাড়ে তিন লক্ষ পরিবারকে এই প্রকল্পের আওতায় আনা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূলকংগ্রেস।

আরও পড়ুন-সম্পাদনার সঙ্গে অটিজম নিয়ে সচেতনতায় সংগীতা

এর পরেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, ‘আমি #গৃহলক্ষ্মীকার্ড ঘোষণা করতে পেরে আনন্দিত, প্রতিটি গোয়ান পরিবারের মহিলাদের আর্থিকভাবে ক্ষমতায়ন করার জন্য আমাদের দৃঢ় প্রতিশ্রুতি।এর অধীনে, গোয়ার প্রতিটি পরিবারকে ₹5,000/মাস (₹60,000 বার্ষিক) একটি নিশ্চিত মাসিক আয় সহায়তা প্রদান করা হবে।’

 

Latest article