বাইপাসে দুর্ঘটনা এড়াতে পথচারীদের জন্য সতর্কতামূলক প্রচার করল তিলজলা ট্রাফিক গার্ড

ডিসি ট্রাফিক (Dc Traffic) অরিজিৎ সিনহার নির্দেশে তিলজালা ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তীর (Oc Souvik Chakraborty) তত্ত্বাবধানে এই কাজ শুরু করা হল

Must read

বাইপাসে দুর্ঘটনা এড়াতে জট তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। দুর্ঘটনা কমাতে প্রথমে বাস, গাড়ি এবং দ্বিচক্রযানের চালকদের সতর্ক করেছিলেন। এবার পথচারীদের জন্য অভিনব প্রচার শুরু করল তিলজলা ট্রাফিক গার্ড (Tiljala Traffic Gaurd)। ডিসি ট্রাফিক (Dc Traffic) অরিজিৎ সিনহার নির্দেশে তিলজালা ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তীর (Oc Souvik Chakraborty) তত্ত্বাবধানে এই কাজ শুরু করা হল।

আরও পড়ুন-গৃহলক্ষ্মী কার্ড প্রকাশ করে আনন্দিত মমতা বন্দ্যোপাধ্যায়, জানালেন টুইটারে

এদিন এই সর্তকতা অভিযানে পথচারীদের শুধুমাত্র নির্ধারিত স্থান দিয়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশদের নির্দেশ অনুযায়ী হাঁটা ও পারাপার করার পরামর্শ দেন সৌভিক চক্রবর্তী। বাইপাসের ব্যস্ত চৌরাস্তা পার হওয়ার জন্য যেখানে সাবওয়ে বা ফুট ওভারব্রিজ আছে সেখানে সেটা ব্যবহার করতেও বলা হয়।

আরও পড়ুন-তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারে কলকাতার উন্নয়নের ক্ষেত্রে দেওয়া হল প্রধান ১০টি প্রতিশ্রুতি

এর পাশাপাশি, এদিন বাস চালকদের ওভারটেকিং ও রাশ ড্রাইভিং না করার বিষয়ে সতর্ক করা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ইএম বাইপাসে বেপরোয়া গাড়ি চালানোর জন্য ৪ জন চালকের ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করা হয়েছে। চালক ও পথচারীদের ট্রাফিক রুল লেখা লিফলেট বিতরণ করা হয়। তিলজলা ট্রাফিক গার্ডের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পথচারী থেকে চালক সবাই।

Latest article