কেজরির বাবা-মাকে হেনস্থার চেষ্টা, প্রতিরোধে পিছু হটল দিল্লি পুলিশ

বিজেপি এখন এতটাই নীচে নেমে গিয়েছে যে অসুস্থ, বৃদ্ধ বাবা-মায়ের উপর অত্যাচার করতে দিল্লি পুলিশকে ব্যবহার করছে।

Must read

প্রতিবেদন: আপের চাপে পড়ে পিছু হটল দিল্লি পুলিশ। বৃহস্পতিবার আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে গিয়ে তাঁর বৃদ্ধ এবং অসুস্থ বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা বাতিল করে দিল তারা। জানিয়ে দিল, স্বাতী মালিওয়ালের হেনস্থার ঘটনার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্যে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে যাবে না পুলিশ। আসলে অমিত শাহর পুলিশের মতলব ফাঁস হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই দিল্লি জুড়ে ওঠে প্রতিবাদের ঝড়।

আরও পড়ুন-প্রচারে বেরিয়ে ‘রামলাল’-এর অনুরাগী হলেন জুন

স্বাতী মালিওয়ালের ঘটনায় মুখ্যমন্ত্রীর বাবা-মাকে পুলিশের জিজ্ঞাসাবাদের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠে। নির্বাচনের মুখে আপ সুপ্রিমোর ওপর চাপসৃষ্টি করাই যে এর আসল উদ্দেশ্য তা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে ওঠে। সঞ্জয় সিং, অতিশী-সহ প্রথম সারির আপ নেতারা কেজরিওয়ালের বাবা-মায়ের প্রতি সংহতি দেখানোর জন্য তাঁর বাড়িতে জমায়েতের ঘোষণা করেন। এতেই ঘাবড়ে যায় অমিত শাহর পুলিশ। পরিকল্পনা স্থগিত রাখে। পুলিশ আগামী দিনে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করতে কেজরিওয়ালের বাড়িতে যেতে পারে। কেজরিওয়ালকেও প্রশ্ন করতে পারে। বৃহস্পতিবার সকালে কেজরিওয়াল এক্স-এ হিন্দিতে লিখেছিলেন, তিনি তাঁর স্ত্রী এবং বাবা-মায়ের সঙ্গে পুলিশের জন্য অপেক্ষা করছেন। গতকাল পুলিশ ফোন করে আমার বাবা-মাকে জিজ্ঞাসাবাদের জন্য সময় চেয়েছিল। কিন্তু আসবে কি না, সে বিষয়ে এখনও কোনও তথ্য দেয়নি। এদিকে, আম আদমি পার্টি (আপ) বিজেপির বিরুদ্ধে পুলিশকে ব্যবহার করে কেজরিওয়ালের বাবা-মায়ের উপর অত্যাচার করার অভিযোগ করেছেন আপনেত্রী অতিশী। সাংসদ সঞ্জয় সিং বলেছেন, কেজরিওয়ালের ৮৪ বছর বয়সের বাবা কারও সাহায্য ছাড়া হাঁটতে পারেন না। মা দু’দিন আগে হাসপাতাল থেকে ফিরেছেন। বিজেপি এখন এতটাই নীচে নেমে গিয়েছে যে অসুস্থ, বৃদ্ধ বাবা-মায়ের উপর অত্যাচার করতে দিল্লি পুলিশকে ব্যবহার করছে।

Latest article