মেক্সিকোর ভোটপ্রচারে ভাঙল মঞ্চ, মৃত ১০

ভোটপ্রচারে মঞ্চ ভেঙে বিপত্তি। মৃত্যু হল ১০ জনের। তারমধ্যে একজন শিশুও আছে। আহত ৫০-এর বেশি। মেক্সিকোয় ঘটেছে এই দুর্ঘটনা।

Must read

প্রতিবেদন: ভোটপ্রচারে মঞ্চ ভেঙে বিপত্তি। মৃত্যু হল ১০ জনের। তারমধ্যে একজন শিশুও আছে। আহত ৫০-এর বেশি। মেক্সিকোয় ঘটেছে এই দুর্ঘটনা। মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচনে জর্জ আলভারেজ মেনেজের প্রচারসভা ছিল বুধবার। উত্তর মেক্সিকোর নুয়েভো লিয়নের সান পেদ্রো গার্জা গার্সিয়া নামক শহরে এই প্রচার করছিলেন প্রেসিডেন্ট পদপ্রার্থী মেনেজ। সিটিজেন্স মুভমেন্ট পার্টির এই প্রার্থী যখন প্রচার করছিলেন, তখন আচমকাই দমকা ঝোড়ো হাওয়া শুরু হয়। তাতেই মঞ্চ ভেঙে পড়ে।

আরও পড়ুন-প্যালেস্টাইনকে স্বাধীন দেশের স্বীকৃতি ৩ দেশের

এই ঘটনার যে ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে দর্শকদের দিকেই মঞ্চটি ভেঙে পড়েছে। রাজনৈতিক কর্মী ও দর্শকরা আতঙ্কে হুড়োহুড়ি শুরু করেন। প্রেসিডেন্ট পদপ্রার্থী মেনেজও আহত হয়েছেন। তবে তাঁর চোট গুরুতর নয় বলে খবর। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। পরে এই দুর্ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন মেনেজ। এদিকে আগামী ২ জুন মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচন। সেইসঙ্গে প্রদেশ এবং মিউনিসিপ্যাল স্তরের নির্বাচনও হবে।

Latest article