বৈষ্ণোদেবী যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা! বাস-লরির সংঘর্ষে মৃত একাধিক

Must read

বৈষ্ণোদেবী যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা (Accident)। শুক্রবার সকালে হরিয়ানায় দিল্লি-জম্মু হাইওয়েতে বাস-লরির সংঘর্ষে মৃত্যু হল সাত জনের। ঘটনায় আহত ২০ জনের বেশি। নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিকটবর্তী থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক জিতেন্দ্র কুমার জানিয়েছেন, আহতদের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল।

আরও পড়ুন- ৪ জুলাই ভোট ব্রিটেনে, ধাক্কা খেতে পারে সুনকের দল!

উত্তরপ্রদেশের বুলন্দশহর থেকে ৩০ জন মিনিবাসে করে বৈষ্ণোদেবী মন্দিরের উদ্দেশে যাচ্ছিলেন। রাস্তায় একটি লরিকে পিছন থেকে ধাক্কা মারে বাসটি। তখনই ঘটে যায় দুর্ঘটনাটি (Accident)। পুলিশ সূত্রে খবর, এখনও পলাতক ঘাতক লরির চালক। বাজেয়াপ্ত করা হয়েছে লরিটি। মামলা দায়ের করা হয়েছে চালকের বিরুদ্ধে। তাঁর খোঁজ করছে পুলিশ।

Latest article