সপ্তাহান্তে দুর্যোগ! রেমালের জেরে কোথায় কোথায় অতিভারী বৃষ্টি?

Must read

তুমুল বৃষ্টি শুরু শনিবার থেকেই। শুক্রবার সকাল থেকে চড়া রোদে পুড়ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গবাসী। আজই রেমাল (Cyclone ‘Remal’) পরিণত হবে গভীর নিম্নচাপে এবং আগামিকাল তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। রবিবার দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল (Cyclone ‘Remal’)। পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আশঙ্কা রয়েছে জলোচ্ছ্বাসেরও। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পর্যটকদের গতিবিধি নিয়ন্ত্রণের পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতরের কর্তারা জানিয়ছেন, রবিবার সন্ধেয় দক্ষিণ ২৪ পরগনা ও বাংলাদেশের খুলনা-বরিশালে প্রবেশ করবে ঘূর্ণিঝড়। সেই সময় গতিবেগ থাকতে পারে সর্বোচ্চ ১২০ থেকে ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। সপ্তাহান্তে বাংলায় প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আজও বিক্ষিপ্তভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির দাপট বাড়বে শনিবার থেকে। আগামিকাল ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

আরও পড়ুন- বাংলাদেশী সাংসদকে খুনের পর আলাদা করা হয়েছিল হাড়-মাংস! গ্রেফতার কসাই

রবিবার অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়, কলকাতা ও হাওড়া জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে। সোমবারও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়া জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা জারি।

Latest article