নাকা চেকিংয়ে বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার ২৪ লক্ষ টাকা! শোরগোল দাসপুরে

Must read

উত্তরবঙ্গ, পূর্ব মেদিনীপুর, খড়গপুর, খেজুরির পর ভোটের মুখে এবার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভার অন্তর্গত দাসপুরে বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা। দাসপুরের খুকুড়দহ নাকা চেক পয়েন্টে নাকা চেকিংয়ের সময় বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার ২৪ লক্ষ টাকা। বিজেপি নেতার নাম প্রশান্ত বেরা (Prashanta Bera)। আটক করা হয়েছে তাঁকে। ওই গাড়িতে নরেন্দ্র মোদি ও বিজেপির প্রতীক সম্বলিত টি-শার্টও নিয়ে যাওয়া হচ্ছিল।

আরও পড়ুন- বাংলাদেশী সাংসদকে খুনের পর আলাদা করা হয়েছিল হাড়-মাংস! গ্রেফতার কসাই

জানা গিয়েছে, গাড়ি থেকে উদ্ধার হওয়া এই নগদ টাকার কোনো বৈধ নথি দেখাতে পারেননি ওই বিজেপি নেতা। আগামিকাল অর্থাৎ ২৫ মে ষষ্ঠ দফায় ভোট রয়েছে ঘাটাল লোকসভা কেন্দ্রে, তার আগের দিন দাসপুরে নাকা চেকিংয়ে বিজেপি নেতার (Prashanta Bera) গাড়ি থেকে লক্ষাধিক টাকা উদ্ধার হওয়ায় শোরগোল পড়ে গিয়েছে।

Latest article