প্যালেস্টাইনকে স্বাধীন দেশের স্বীকৃতি ৩ দেশের

প্যালেস্টাইনের জঙ্গিগোষ্ঠী হামাস এবং তাদের প্রতিদ্বন্দ্বী সংগঠন প্যালেস্টাইন অথরিটি— দুই পক্ষই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

Must read

প্রতিবেদন: ইজরায়েলের আপত্তি উড়িয়ে ইউরোপের তিন দেশ স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে ঘোষণা করেছে, তারা ২৮ মে থেকে আনুষ্ঠানিকভাবে প্যালেস্টাইনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেবে। ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধের পরিস্থিতিতে এই নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্যালেস্টাইনের জঙ্গিগোষ্ঠী হামাস এবং তাদের প্রতিদ্বন্দ্বী সংগঠন প্যালেস্টাইন অথরিটি— দুই পক্ষই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। অন্যদিকে প্রবল ক্ষোভ প্রকাশ করেছে ইজরায়েল। নেতানিয়াহুর দেশের হুমকি, এই পদক্ষেপ পশ্চিম এশিয়ার ওই অঞ্চলে অশান্তি আরও বাড়াবে।

আরও পড়ুন-কেজরির বাবা-মাকে হেনস্থার চেষ্টা, প্রতিরোধে পিছু হটল দিল্লি পুলিশ

এদিকে ইজরায়েলের ক্ষোভের তোয়াক্কা না করে স্পেন ও আয়ারল্যান্ড স্পষ্ট বলেছে, প্যালেস্টাইনকে স্বীকৃতির এই সিদ্ধান্ত আদৌ হামাসের পক্ষে নয়। এই সিদ্ধান্ত স্রেফ শান্তির স্বার্থে। অন্যদিকে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর বলেছেন, প্রাণঘাতী দীর্ঘ সংঘর্ষের আবহে পিছনে চলে যাওয়া মধ্যপন্থী শক্তির সমর্থনে এই পদক্ষেপ। প্যালেস্টাইনের স্বাধীনতা স্বীকার করলেই তা পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি আনতে পারে। নরওয়ের পাশাপাশি আয়ারল্যান্ডের হয়ে এই ইস্যুতে প্রথম মুখ খোলেন সে দেশের বিদেশমন্ত্রী মাইকেল মার্টিন। তিনি বলেন, আমরা প্যালেস্টাইনি ও ইজরায়েলি জনগণের নিরাপত্তা, মর্যাদা ও আত্মনিয়ন্ত্রণের সমান অধিকারের প্রতি সমর্থন জানাচ্ছি। পরে প্রধানমন্ত্রী সাইমন হ্যারিসও দাবি করেন, হামাস ও প্যালেস্টাইনি জনগণকে এক সারিতে রেখে বিবেচনা করলে চলবে না।

আরও পড়ুন-অফিসে এলোপাথাড়ি গুলি, হত ২

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যানচেজ ঘোষণা করেন, প্যালেস্টাইনের স্বাধীন ও সার্বভৌম অস্তিত্বের স্বীকৃতি ইজরায়েলের বিরুদ্ধে নয়, ইহুদিদের বিরুদ্ধেও নয় এবং হামাসের পক্ষেও নয়। এটি শান্তি ও সহাবস্থানের লক্ষ্যে। যদিও ইউরোপের তিন দেশের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে ইজরায়েল। বিদেশমন্ত্রী কাটজ তিন দেশের ইজরায়েলি রাষ্ট্রদূতদের অবিলম্বে দেশে ফেরার নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে ইজরায়েলে থাকা ওই তিন দেশের রাষ্ট্রদূতকে ‘তিরস্কার’ করার জন্য ডেকে পাঠানো হবে বলেও জানিয়েছেন।

Latest article