১২৮ বছরে প্রয়াত পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত বাবা শিবানন্দ

স্বাস্থ্যগত কিছু সমস্যার কারণে ৩০ এপ্রিল তাঁকে বিএইচইউ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

Must read

শনিবার রাতে পদ্মশ্রী (Padmasree) পুরষ্কারপ্রাপ্ত আধ্যাত্মিক গুরু বাবা শিবানন্দ বয়সজনিত কিছু জটিলতার কারণে প্রয়াত। স্বাস্থ্যগত কিছু সমস্যার কারণে ৩০ এপ্রিল তাঁকে বিএইচইউ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর শিষ্যদের মতে, মৃত্যুকালে বাবা শিবানন্দের বয়স ছিল ১২৮ বছর। তাঁর মরদেহ কবিরনগর কলোনিতে তাঁর বাসভবনে রাখা হয়েছে, যাতে জনসাধারণ তাদের শেষ শ্রদ্ধা জানাতে পারেন। আজ সন্ধ্যার পরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

আরও পড়ুন-রাজ্য পুলিশের বড় সাফল্য, বসিরহাটে উদ্ধার জাল নোট

১৮৯৬ সালের ৮ আগস্ট বর্তমান বাংলাদেশের সিলেট জেলায় জন্মগ্রহণকারী বাবা শিবানন্দ মাত্র ছয় বছর বয়সে অনাহারে তার বাবা-মা উভয়কেই হারান। তাদের মৃত্যুর পর, ওমকারানন্দ তাঁকে গ্রহণ করেন, যিনি পরবর্তীকালে তাঁর অভিভাবক এবং পরামর্শদাতা হন। ওমকারানন্দের ছায়ায়, বাবা শিবানন্দ আধ্যাত্মিক শিক্ষা এবং জীবন শিক্ষা লাভ করেন। তিনি চরম কঠোর এবং নিয়মানুবর্তিতাপূর্ণ জীবনযাপনের জন্য পরিচিত ছিলেন। তবে তিনি এই কঠোর জীবনধারা অনুসরণ করে সুস্থ ছিলেন – কেবল সেদ্ধ খাবার খেতেন, প্রতিদিন ভোর ৩টের সময় ঘুম থেকে উঠতেন, যোগব্যায়াম অনুশীলন করতেন এবং নিজের সমস্ত কাজ নিজেই করতেন। তিনি মাদুরের উপর ঘুমাতেন এবং চিরকাল অর্ধেক পেট খাবার খেতেন। যোগব্যায়াম এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে তাঁর আজীবন অবদানের স্বীকৃতিস্বরূপ, বাবা শিবানন্দকে ২০২২ সালে পদ্মশ্রী প্রদান করা হয়। বাবা শিবানন্দের সাধনা এবং যোগব্যায়ামে পরিপূর্ণ জীবন সমগ্র সমাজের জন্য এক মহান অনুপ্রেরণা।

Latest article