মুম্বই, ১২ ডিসেম্বর : বিরাট কোহলিকে সরিয়ে তাঁকে সাদা বলের ফরম্যাটে নেতৃত্ব করার গুরুদায়িত্ব দিয়েছেন নির্বাচকরা। টি-২০ নেতৃত্ব বিরাট নিজেই ছেডে়ছিলেন। কিন্তু তাঁর ওয়ান ডে অধিনায়কত্ব যেভাবে কেড়ে নেওয়া হয়েছে, তাতে প্রবল সমালোচনার ঝড় উঠেছে ভারতীয় ক্রিকেট মহলে।
আরও পড়ুন-বিরাট নিয়ে বিতর্কের আবহে সোজাসাপ্টা সৌরভ
যদিও মাঠের বাইরের বিতর্ক নিয়ে একেবারেই মাথা ঘামাতে রাজি নন রোহিত শর্মা। রবিবার বিসিসিআইয়ের ট্যুইটারে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে হিটম্যান সাফ জানিয়ে দিলেন, মাঠের বাইরের ঘটনার কোনও গুরুত্বই নেই। রোহিতের বক্তব্য, ‘‘ভারতের হয়ে ক্রিকেট খেলা মানেই আপনাকে প্রচণ্ড চাপ সহ্য করতে হবে। মাঠের বাইরে লোকে অনেক কিছু আলোচনা করবে। কখনও ইতিবাচক, আবার কখনও নেতিবাচক।’’
রোহিত এর সঙ্গে আরও যোগ করেছেন, ‘‘তবে ব্যক্তিগতভাবে আমার কাছে বাইরে কে কী বলল, তার কোনও গুরুত্ব নেই। দলের অধিনায়ক হোক বা ক্রিকেটার, যে ভূমিকাতেই থাকি না কেন, আমার ফোকাস সব সময়ই পারফরম্যান্সের দিকে থাকে। কারণ লোকের কথা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। আমি আগেও বহুবার এ কথা বলেছি। আবারও বলছি।’’
আরও পড়ুন-যুক্তরাষ্ট্রে টর্নেডো হানা, মৃত ৮০
এই প্রথমবার পাকাপাকিভাবে সাদা বলের ফরম্যাটে দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন। সতীর্থদের উদ্দেশে রোহিতের বার্তা, ‘‘আমি সতীর্থদেরও একই কথা বলতে চাই। যখন আমরা কোনও হাই প্রোফাইল টুর্নামেন্ট খেলছি, তখন মাঠের বাইরে থেকে প্রচুর কথা হবেই। তবে গুরুত্বপূর্ণ হল, সে সবে কোনও কান না দিয়ে নিজেদের খেলায় ফোকাস রাখা। এবং ম্যাচ জেতা।’’ রোহিত আরও বলেন, ‘‘দলের মধ্যে একাত্মবোধ গড়ে তুলতে হবে। একে অন্যের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। নিজেদের লক্ষ্যপূরণে জোর দিতে হবে। আর এই কাজে আমাদের সাহায্য করবেন রাহুল ভাই।’’