দলের বিরুদ্ধেই সরব গোয়ার বিজেপি বিধায়ক

প্রসঙ্গত, গোয়া বিজেপি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে দলকে বিপাকে ফেলেছিলেন প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকও।

Must read

অনন্ত গুছাইত, নয়াদিল্লি : বিধানসভা ভোটের আগে দুর্নীতির অভিযোগে বিদ্ধ গোয়ার বিজেপি সরকার। তাৎপর্যপূর্ণ বিষয় হল, সরকার ও দলের অন্দরেই এই অভিযোগ উঠেছে। এতদিন সেখানকার তৃণমূল কংগ্রেস যা বলছিল এবার সেই একই অভিযোগ আসছে শাসক শিবিরের অন্দর থেকেই। রাজ্য সরকারের পক্ষে চরম অস্বস্তির বিষয় হল, এবার গোয়ার বিজেপি বিধায়কই তাঁর নিজের দলের সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন।

আরও পড়ুন-প্রধানমন্ত্রীর ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক

বিজেপি বিধায়কের অভিযোগ, সরকারি নিয়োগে ব্যাপক কারচুপি করা হচ্ছে। পানাজির বিধায়ক আতানাসিও ওরফে বাবুশ মনসেরাতে অভিযোগ করেছেন, গোয়া মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে বেশিরভাগ চাকরি দেওয়া হয়েছে ভালপোই বিধানসভা কেন্দ্রের লোকেদের, যা স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানের বিধানসভা কেন্দ্র। দুর্নীতি ও স্বজনপোষণ চালাতেই এসব করা হচ্ছে।

আরও পড়ুন-হাড্ডাহাড্ডি ম্যাচ, উৎসবের মেজাজ, ডায়মন্ড হারবার এমপি কাপ

মন্ত্রী বিশ্বজিৎ রানে অবশ্য বিজেপি বিধায়কের অভিযোগ অস্বীকার করেছেন। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, যে নামগুলি প্রকাশিত হয়েছে তা কারও স্বাক্ষর ছাড়াই এবং ভুল। আমি আমার বিভাগ থেকে এ সম্পর্কে জানতে পেরেছি। আমি বিজেপি বিধায়ক বাবুশ মনসেরাতেকে বলেছিলাম এটি সঠিক তালিকা নয় এবং তিনিও এতে সম্মত হয়েছিলেন।

এরপরেও কেন অভিযোগ উঠছে জানি না। সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে দলের অন্দরেই দুর্নীতির তিরবিদ্ধ গোয়ার বিজেপি সরকার। প্রসঙ্গত, গোয়া বিজেপি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে দলকে বিপাকে ফেলেছিলেন প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকও।

Latest article