সাগরে নিম্নচাপ, বুধ থেকেই বাড়বে বৃষ্টি

আর এক-দু-দিনের মধ্যেই বর্ষা ঢুকবে রাজ্যে। তার আগে গোটা সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস সারা রাজ্যে। বুধবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ

Must read

প্রতিবেদন : আর এক-দু-দিনের মধ্যেই বর্ষা ঢুকবে রাজ্যে। তার আগে গোটা সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস সারা রাজ্যে। বুধবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। তার জেরে বুধবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণের জেলাগুলাতে। আগামী তিন দিনের মধ্যে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার কথা উত্তরেও। অতি-ভারী বৃষ্টির জেরে পার্বত্য এলাকায় ধস নামতে পারে। নদীর জলস্তর অনেকটাই বাড়তে পারে।

আরও পড়ুন-সংসদের বিশেষ অধিবেশন দাবি, প্রধানমন্ত্রীকে চিঠি তৃণমূল সাংসদদের

নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা সপ্তাহান্তে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী তিনদিনের মধ্যে বর্ষা উত্তরবঙ্গে প্রবেশ করবে। অনুকূল পরিস্থিতিতে এগোচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে বুধবার থেকে। ৩৫ থেকে ৪৫ কিলোমিটার সর্বোচ্চ ৫৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে সমুদ্রে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বুধবার থেকেই। বৃহস্পতিবার থেকে বাংলা এবং ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে প্রবেশ নিষেধ। বৃহস্পতি ও শুক্রবার সমুদ্র তীরবর্তী এলাকায় সমস্ত রকম বিনোদনমূলক কাজ থেকে বিরত থাকতে পরামর্শ আবহাওয়া দফতরের।

Latest article