সংবাদদাতা, পুরুলিয়া : দুয়ারে সরকার কর্মসূচির জনপ্রিয়তায় উদ্বুদ্ধ হয়ে এবার পুরুলিয়া পুরসভা শুরু করল দুয়ারে পুর প্রশাসক। এলাকার মানুষের ঘরে গিয়ে বা পাড়ায় বৈঠক করে উন্নয়নে মানুষের মতামত চাইছেন প্রশাসক চেয়ারম্যান নবেন্দু মাহালি। সঙ্গে থাকছেন প্রশাসক বোর্ডের অন্য সদস্যরাও। সোমবার বিষয়টি ব্যাখ্যা করে চেয়ারম্যান বলেন, ‘‘দিদি মানুষের জন্য এত কিছু করছেন। আমরা প্রতিটি পাড়ায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলছি। তাদের অভাব-অভিযোগ শুনছি। প্রতিকারের ব্যবস্থা করছি।’’ তিনি জানিয়েছেন, ‘‘সাফাই, পানীয় জল, নিকাশি ব্যবস্থা, রাস্তাঘাট ও কালভার্টগুলির পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে। সবাই যাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, সে বিষয়ে অনুরোধ করা হচ্ছে। একইসঙ্গে জানতে চাওয়া হচ্ছে, রাজ্য সরকার যেসব পরিষেবা দিচ্ছে, সেগুলি পেতে কোনও সমস্যা হচ্ছে কি না।’’ তাঁর দাবি, রাজনৈতিক মতাদর্শ নিরপেক্ষভাবে মানুষ এগিয়ে আসছেন এই কর্মসূচিতে।
আরও পড়ুন : কাঁথিতে পুর দুর্নীতির তদন্ত
শহরের বাসিন্দারা বলছেন, একেবারে হাতের কাছে প্রশাসকদের পাওয়ায় সমস্যা নিয়ে পুরসভায় ছুটতে হচ্ছে না। কীভাবে সমস্যা সমাধান হবে স্পষ্ট বলছেন প্রশাসকরা।
জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন বেলথরিয়া বলেছেন, ‘‘আমরা প্রশাসনের সঙ্গে রাজনীতিকে জড়িয়ে দিই না। তাই পুরসভার প্রশাসনিক উদ্যোগে দলীয় নেতারা থাকছেন না। বরং কোথাও মানুষের কোনও সমস্যা থাকলে নাগরিক হিসাবে কর্মীরা তা তুলে ধরছেন প্রশাসক বোর্ডের কাছে।’’