কাঁথিতে পুর দুর্নীতির তদন্ত

Must read

ব্যুরো নিউজ, কাঁথি : কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ জমা পড়েছিল। নবান্নর নির্দেশে তার তদন্ত শুরু করল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। সামনেই পুর নির্বাচন। তার আগে সৌমেন্দু জমানার নথি যাচাই ও বিভিন্ন অভিযোগের প্রশাসনিক তদন্ত শুরু হওয়ায়, কাঁথিতে সাড়া পড়ে গিয়েছে। এতে রীতিমতো অস্বস্তিতে বিজেপি। প্রশাসনিক সূত্রের খবর, শুভেন্দু পরিবহণমন্ত্রী থাকাকালীন কাঁথি পুর এলাকায় হাই মাস্ট লাইটের জন্য অর্থ বরাদ্দ করেছিল পরিবহণ দফতর। সেখানে টেন্ডারের তুলনায়, কম আলো লাগানোর অভিযোগ উঠেছে। এছাড়াও গ্রিন সিটি মিশন প্রকল্পে কাজ না করেই, বরাদ্দ অর্থ তুলে নেওয়া হয় বলে অভিযোগ। নবান্নের নির্দেশেই পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন তদন্ত শুরু করেছে। অতিরিক্ত জেলাশাসক শ্বেতা আগরওয়াল এবং অতিরিক্ত জেলা পুলিশ সুপার (গ্রামীণ) মানবকুমার সিংঘলকে নিয়ে তদন্ত কমিটি গঠিত হয়েছে। সঙ্গে নজরদারির জন্য মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।

আরও পড়ুন : শ্রদ্ধায় সমাধিস্থ সৎপাল

১১ ডিসেম্বর সেই তদন্ত কমিটি প্রথম দফায় পুরসভায় এসে তদন্ত করে গিয়েছে। সৌমেন্দু জমানার বেশ কিছু নথি যাচাই করেছে। জিজ্ঞাসাবাদ করেছে কয়েকজন পুর আধিকারিক এবং ইঞ্জিনিয়ারকে। বেশ কিছু নথি বাজেয়াপ্তও করেছে। পুর এলাকার বিভিন্ন জায়গায় হাই মাস্ট আলোর সংখ্যা কত, তা সরেজমিনে পরিদর্শনও করেছে। তদন্ত সম্পর্কে বিরোধী দলনেতার ভাই সৌমেন্দু মিডিয়ার সামনে কোনও মন্তব্য করতে না চাইলেও, সরব হয়েছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি তরুণকুমার মাইতি জানান, ‘‘সবই যদি নিয়ম মেনে সেই সময় হয়েছিল, সৌমেন্দু যদি সবই ঠিক কাজ করেছিলেন, তাহলে বিজেপি এত ভয় পাচ্ছে কেন?’’

Latest article