দুর্গাপুর : সোমবার সকালে আচমকা মোহনবাগান সেল ফুটবল অ্যাকাডেমির দখল নিল দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। অ্যাকাডেমিতে ঝুলিয়ে দেওয়া হল তালা। ডিএসপি-র সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছে আগেই। বারবার অ্যাকাডেমি কর্তৃপক্ষকে নোটিশ পাঠিয়েও মোহনবাগান কর্তাদের তরফ থেকে উত্তর না মেলায় এই পদক্ষেপ করেছে দুর্গাপুর ইস্পাত কারখানা।
আরও পড়ুন-লড়ব-জিতব-করব, বিজেপির বিকল্প তৃণমূল কংগ্রেস
ভাসুম, রহিম আলি, শুভ ঘোষদের ফুটবলের আঁতুড়ঘর গত দু’বছর ধরেই অস্তিত্বহীন। ২০১৯ সাল থেকে অ্যাকাডেমি বন্ধ। দুর্গাপুরের টেগর হাউসে মোহনবাগান অ্যাকাডেমিতে আধুনিক জিমন্যাসিয়াম-সহ প্রচুর ট্রফি ও ফুটবল খেলার সরঞ্জাম ছিল।
এদিন ডিএসপি-র টাউন সার্ভিস সিআইএসএফ এবং দুর্গাপুর থানার পুলিশবাহিনী গিয়ে অ্যাকাডেমির দখল নেয়। মোহনবাগান অর্থসচিব দেবাশিস দত্ত বলেছেন, “প্রয়াত ক্লাব সচিব অঞ্জন মিত্র দুর্গাপুরে অ্যাকাডেমি শুরু করেছিলেন। বর্তমান কমিটির সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। আগেই এই কমিটি বন্ধ হয়ে গিয়েছিল।”