চোট, টেস্ট সিরিজে নেই রোহিত

অনিশ্চিত ওয়ান ডে-তেও, পরিবর্ত প্রিয়ঙ্ক পাঞ্চাল

Must read

মুম্বই, ১৩ ডিসেম্বর : দক্ষিণ আফ্রিকা সফর শুরুর আগেই দুঃসংবাদ। প্র্যাকটিসে চোট পেয়ে আসন্ন টেস্ট সিরিজ থেকেই ছিটকে গেলেন রোহিত শর্মা! তাঁর বিকল্প হিসেবে ভারতীয় টেস্ট স্কোয়াডে ডাক পেলেন প্রিয়ঙ্ক পাঞ্চাল। যিনি ভারতীয় এ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফর করে সবে দেশে ফিরেছেন।

আরও পড়ুন-সিবিএসই : নারীবিদ্বেষী প্রশ্ন, হইচই হতেই প্রত্যাহার

সোমবার সকাল থেকেই সংবাদমাধ্যমে রোহিতের চোটের খবর ঘুরছিল। প্রথমে শোনা গিয়েছিল, রবিবার নেটে ব্যাট করার সময় হাতে চোট পেয়েছেন রোহিত। থ্রো ডাউন বিশেষজ্ঞ রাঘবেন্দ্রর একটি ডেলিভারিতে হাতে চোট পান তিনি। যদিও তখন খবর ছিল রোহিতের চোট গুরুতর নয়। তিনি ঠিক আছেন।
কিন্তু সন্ধের পর থেকেই রোহিতের চোট গুরুতর বলে খবর চাউর হতে থাকে। এবং এর কিছুক্ষণের মধ্যেই বিসিসিআইয়ের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়, রবিবার প্র্যাকটিসে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে পেয়েছেন রোহিত। তাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজে তিনি নেই।

আরও পড়ুন-মোহনবাগান অ্যাকাডেমির দখল নিল স্টিল প্ল্যান্ট

প্রসঙ্গত, রোহিতের এই হ্যামস্ট্রিংয়ের চোটটা বেশ পুরনো। এই চোটের কারণে গত বছরের আইপিএলের বেশ কিছু ম্যাচ খেলতে পারেননি। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেলেন বিরাট কোহলির ডেপুটি।

এখানেই দুঃসংবাদ শেষ হচ্ছে না। চিকিৎসক মহলের ধারণা, অন্তত তিন থেকে চার সপ্তাহ বিশ্রামে থাকতে হতে পারে রোহিতকে। সেক্ষেত্রে কুইন্টন ডি’ককদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও অনিশ্চিত হয়ে পড়লেন সদ্য সাদা বলের ফরম্যাটে নেতৃত্বের দায়িত্ব পাওয়া ডানহাতি মুম্বইকর। ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতীয় দলের অধিনায়কত্ব কে করবেন, তা নিয়ে প্রশ্ন উঠে গেল।
প্রসঙ্গত, বোর্ড সূত্রের খবর, হাতে চোট পেলেও রোহিত ছিটকে গেলেন হ্যামস্ট্রিংয়ের সমস্যায়। এই প্রসঙ্গে বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ‘‘রোহিতের হাতের চোট গুরুত্বপূর্ণ কিছু ছিল না। বরং এর পরে নেটে দীর্ঘক্ষণ ব্যাট করেছে। সমস্যাটা হ্যামস্ট্রিংয়ের। যা গত কয়েক বছর ধরেই ওকে ভোগাচ্ছে।’’

আরও পড়ুন-লড়ব-জিতব-করব, বিজেপির বিকল্প তৃণমূল কংগ্রেস

এদিকে, রোহিত ছিটকে যাওয়ায় শিকে ছিঁড়ল প্রিয়ঙ্ক পাঞ্চালের। ৩১ বছর বয়সি গুজরাতের ওপেনার গত কয়েক মরশুম ধরেই ধারাবাহিকভাবে রানের মধ্যে রয়েছেন। তবে তাঁর সঙ্গে দৌড়ে ছিলেন বাংলার অভিমন্যু ঈশ্বরণও। যদিও ভারতীয় এ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরের বেসরকারি টেস্টে সেঞ্চুরি হাঁকানো অভিমন্যুকে টপকে সুযোগ পেলেন পাঞ্চাল। সোমবার রাতেই তিনি মুম্বইয়ের টিম হোটেলে ঢুকে পড়বেন।

Latest article