যুবককে মার, অসুস্থ ভোটারকে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর

Must read

সংবাদদাতা, বালুরঘাট : ভোট দিতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর হাতে প্রহৃত যুবক। দ্বিতীয় দফার (Lok Sabha Election Phase 2) ভোটে বালুরঘাটে ঘটল এই ঘটনা। শুধু তাই নয়, অসুস্থ ভোটারকে কেন্দ্রে নিয়ে যেতে বাধা-সহ উঠে এসেছে একাধিক অভিযোগও। ভোট দিয়ে বেরিয়েই এই ঘটনা শোনামাত্রই ক্ষোভ উগরে দিলেন বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। অভিযোগ, কৃষ্ণবাটি এলাকায় একটি টোটোতে করে একজন অসুস্থ ভোটারকে বুথে নিয়ে যাছিল এক টোটোচালক। সঙ্গে কয়েকজন যুবকও ছিল। তৃণমূল কংগ্রেসের অভিযোগ টোটোটিকে আটকে দেয়। চালক-সহ চারজনকে মারধর করে বুথের দায়িত্বে থাকা ২ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান (Lok Sabha Election Phase 2)। এও অভিযোগ টোটো চালকের মোবাইলও ভেঙে দেওয়া হয়। ঘটনার পরে ক্ষিপ্ত হয়ে উঠে তৃণমূল কংগ্রেস কর্মীরা। ঘটনার অভিযোগ যায় নির্বাচন দফতরে। ঘটনার পরে অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে অন্যত্র সরিয়ে দেয়। অপরদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছান বালুরঘাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র। তিনি ওই টোটোচালকের সঙ্গে কথা বলেন। যার পরেই বিপ্লব মিত্র সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। বিপ্লব মিত্র বলেন, সেন্ট্রাল ফোর্স দেওয়া হচ্ছে নিরপেক্ষতার সঙ্গে কাজ করার জন্য। বিজেপি পতাকা লাগিয়ে লোক নিয়ে যাচ্ছে তাতে কেউ বাধাও দিচ্ছে না, মারছেও না৷ আমাদের লোক যদি অসুস্থ রোগীকে নিয়ে যায় তাহলে তাকে মার খেতে হচ্ছে। তিনি বলেন এই যে বৈষম্য কেন্দ্রীয় বাহিনীর, তাহলে কেন্দ্রীয় বাহিনী কীভাবে নিরপেক্ষতার সঙ্গে কাজ করবে। আমরা প্রথম থেকেই বলে আসছি কেন্দ্রীয় বাহিনী নামানো হচ্ছে একটা পক্ষের হয়ে। এইভাবে তো চলতে পারে না।

আরও পড়ুন- উন্নয়নে বিশ্বসেরা বাংলা, গোটা পৃথিবী বলছে বিজেপি লজ্জা

Latest article