উন্নয়নে বিশ্বসেরা বাংলা, গোটা পৃথিবী বলছে বিজেপি লজ্জা

Must read

প্রতিবেদন : উন্নয়নে অনেক এগিয়ে বাংলা (West Bengal)। বাংলার সঙ্গে উন্নয়নে পৃথিবীর কেউ পারবে না। পৃথিবীর সেরা বাংলা। আর বিজেপি হল পৃথিবীর লজ্জা। গোটা পৃথিবী বলছে সে-কথা।
শুক্রবার মেদিনীপুরের নির্বাচনী জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ৬৭টা প্রকল্প আমরা চালাই। বাংলায় ছোট থেকে বড়— সবাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্পের সুবিধা পান। শুধু সামাজিক প্রকল্পই নয়, রাজ্য জুড়ে আমরা উন্নয়ন করেছি। আমরা শুধু মেদিনীপুর জেলাতেই ৬টি মাল্টি সুপার হাসপাতাল করে দিয়েছি। এবার দেব জিতলে, জুন জিতলে আমি মেদিনীপুরকে ঘাটাল মাস্টার প্ল্যান উপহার দেব।

আরও পড়ুন- মাছ খেলে দেশ-বিরোধী? প্রতিবাদে ফিশ-ফ্রাই পরিবেশন তৃণমূল ভবনে

তৃণমূল সুপ্রিমো বলেন, বিজেপি ভোট চাইবার আগে আমার ৫টা প্রশ্ন থাকবে। ২০১৪ সালের নির্বাচনে জেতার পর প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেবে বলেছিল। কেউ টাকা পেয়েছেন? বছরে ২ কোটি চাকরি দেব বলেছিল, কেউ পেয়েছেন? বিজেপি যখন টাকা দেয়নি, চাকরি দেয়নি, তখন বিজেপির বাক্সে ভোটটাও বন্ধ করে দিন। বিজেপি একশো দিনের কাজের বকেয়া টাকা দেয়নি। আমরা দিয়েছি। ওরা সবাইকে চোর বলে, কিন্তু নিজেরা জগৎ বিখ্যাত চোর। যেভাবে ভারতবর্ষে ইলেকশন চলছে, তাতে সারা পৃথিবী বলছে, লজ্জা!
তিনি আরও বলেন, আমরা কর্মশ্রী চালু করছি। ৫০ দিনের কাজের গ্যারান্টি দিয়ে গেলাম। জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন। টাকাও বাংলার সরকার দেবে। তাতে ৫০ দিনের জায়গায় ৬০ দিন কাজ করলেও টাকা পাবেন। অ্যাকাউন্টে টাকা সরাসরি পৌঁছে যাবে। আমরা ৪৩ লক্ষ বাড়ি এই ১২ বছরে করে দিয়েছি। ১১ লক্ষ লোকের বাড়ির লিস্ট এখনও কেন্দ্রীয় সরকারের কাছে আটকে রয়েছে। ৩৫০টা কেন্দ্রীয় টিম এসে তদন্ত করেছে, রিপোর্ট চেয়েছে। বলছে পরে ঘর দেব। কিন্তু বাংলার মানুষ মাথা নত করে না। আমরা এ বছরের ডিসেম্বরের মধ্যেই ১১ লক্ষ মানুষের বাড়ির প্রথম কিস্তির টাকা দিয়ে দেব। আরও তিন চার মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি মোট ১ লক্ষ ২০ টাকা করে দিয়ে দেব। ঘর নিজেরা তৈরি করে নেবেন। বাংলার (West Bengal) বাড়ি পাবেন। কারও দয়া পেতে হবে না। দয়া চাইতে হবে না।

Latest article