প্রতিবেদন : রবিবার কলকাতা পুরসভার ভোট। বুধবার শেষ লগ্নে এসে প্রচার তুঙ্গে নিয়ে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। এদিন সকাল থেকে ১৪৪টি ওয়ার্ডের প্রার্থীরাই নেমে পড়েন শেষবেলার প্রচারে। উত্তর থেকে দক্ষিণ, জনসংযোগে জোর দেন প্রার্থীরা। কোভিডবিধি মেনে ওয়ার্ডে ওয়ার্ডে মিটিং, মিছিল, রোড শো সহ বাড়ি বাড়ি গিয়েও নিজেদের কথা বললেন প্রার্থীরা। এরই মধ্যে কারও প্রচারে দেখা গেল একটু ব্যতিক্রমী ছোঁয়া। দক্ষিণ কলকাতার ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী অনন্যা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে এদিন দেখা গেল ধামসা-মাদলের সঙ্গে আদিবাসী নাচ। প্রার্থীর সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। প্রচারে বেরিয়ে এদিন সবার সঙ্গে মিলে রীতিমতো ধামসা বাজালেন মন্ত্রী অরূপ বিশ্বাস। আর সেই ধামসার তালে নাচলেন ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী অনন্যা বন্দ্যোপাধ্যায়। এদিন পূর্ব যাদবপুর থানা এলাকার শহিদ স্মৃতি কলোনিতে এই বর্ণময় প্রচারে পা মেলান দলের অসংখ্য কর্মী ও সমর্থকেরা। প্রচারে অনন্যাদের সঙ্গে ছিলেন আদিবাসী নাচের মহিলারা। প্রচারে স্থানীয় মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতোই। তাঁরাও অনন্যা ও অরূপ বিশ্বাসের ওপর পুষ্পবৃষ্টি করেন। দক্ষিণের পাশাপাশি এদিন উত্তর কলকাতাতেও ছিল জমজমাট প্রচার।
আরও পড়ুন : উত্তর ভারতের বাণিজ্য করিডর
২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী অয়ন চক্রবর্তীর সমর্থনে রোড শো করেন যুব তৃণমূলের রাজ্য সভাপতি সায়নী ঘোষ ও রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। এই মিছিলেও কর্মী, সমর্থকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের ভিড় ছিল চোখে পড়ার মতোই। এর পাশাপাশি সায়নী এদিন দক্ষিণ কলকাতার ১২৮ নম্বর সহ আরও কয়েকটি ওয়ার্ডে প্রার্থীদের সমর্থনে প্রচার সারেন। ৬৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী শাম্মি জাহানের সমর্থনে পার্ক সার্কাস ৪ নম্বর ব্রিজের কাছে তিলজলা এলাকায় প্রচার করলেন প্রাক্তন মেয়র ও রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁদের সঙ্গে ছিলেন বিধায়ক ও পুর ভোটের প্রার্থী দেবাশিস কুমারও। ৬৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী জাভেদ খানের ছেলে ফৈয়াজ খান এদিন পিকনিক গার্ডেন এলাকায় প্রচার করেন। গতবারের মতো এবারও নিজের জয় নিয়ে কার্যত নিশ্চিত ফৈয়াজ খান। বাবার পাশাপাশি গত প্রায় কুড়ি বছর ধরে পুরসভার কাউন্সিলর তারক সিংয়ের মেয়ে কৃষ্ণা সিং। এদিন তাঁর ১১৬ নম্বর ওয়ার্ডে জোরকদমে প্রচার সারলেন কৃষ্ণাও। ১০২ নম্বর ওয়ার্ডে সীমা ঘোষের সমর্থনে রোড শো করলেন অভিনেত্রী ও বিধায়ক লাভলী মৈত্র।