প্রতিবেদন : রাজ্যের কৃষকেরা যাতে নিজেদের উৎপাদিত ফসল নিজেরাই প্রক্রিয়াকরণ ও বিপনন করতে পারে তার জন্য রাজ্য সরকার উদ্যোগী হচ্ছে। এবার থেকে কৃষক গোষ্ঠী সংগঠনগুলিকে এই খাতে সল্প সুদে ঋণ দেওয়া হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। কৃষি পরিকাঠামো অনুদান নামে এই ঋণের মাধ্যমে কৃষকেরা হিমঘর তৈরি, মাছ বিক্রি করতে সাইকেল বা ভ্যান কেনা, দ্রব্য সামগ্রী প্যাকেজিং ও প্রক্রিয়াকরণ করতে পরিকাঠামো তৈরি, কোল্ড চেন ইত্যাদি পরিকাঠামো গড়ে তুলতে ঋণ পাবেন। বার্ষিক তিন শতাংশ হারে সুদের বিনিময়ে সাত বছরের জন্য ২ কোটি টাকা পর্যন্ত ঋণ মিলবে বলে জানা গিয়েছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সম্প্রতি প্রত্যেক জেলার জেলাশাসক ও কৃষি অধিকর্তাদের সঙ্গে বৈঠক করে দ্রুত এই প্রকল্প রূপায়নের নির্দেশ দেন বলে প্রশাসনিক সূত্রে খবর।
আরও পড়ুন : রানার ভাবনায় উন্নয়ন, সুশান্তের ‘টক টু কাউন্সিলর’
১৫ ডিসেম্বরের মধ্যে উপভোক্তাদের চিহ্নিতকরণ এবং ৩১ ডিসেম্বরের মধ্যে তাঁদের থেকে প্রকল্পের বিস্তারিত রিপোর্ট জমা নেওয়ার কাজ সম্পন্ন করতে বলা হয়েছে। কৃষি, মৎস্য, উদ্যানপালন, প্রাণিসম্পদ, স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই প্রকল্পের মাধ্যমে ঋণ নিতে পারবেন। তবে তাঁদের প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি, ফার্মার্স প্রোডিউসার অর্গানাইজেশন অথবা জয়েন্ট লায়াবিলিটি গ্রুপের সদস্য হতে হবে। এই সংগঠনের তরফে ঋণের আবেদন করতে হবে। এছাড়া কোনও কৃষক যদি উদ্যোগপতি হন, তিনিও তাঁর প্রকল্পের জন্য ঋণের আবেদন করতে পারবেন। এই প্রকল্পের মাধ্যমে ২৪ শতাংশ তফসিলি জাতি ও উপজাতি উপভোক্তাদের সাহায্য করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পাশাপাশি, পিছিয়ে পড়া ও মহিলা উদ্যোগপতিদের সাহায্য যাতে করা যায়, তার জন্য বিশেষ নজর দেওয়ার কথাও বলা হয়েছে।