৫ বছরে বিদেশে কত কালো টাকা? জানেই না কেন্দ্র

Must read

প্রতিবেদন : ক্ষমতায় এলে বিদেশে গচ্ছিত রাখা কালো টাকা দেশে ফিরিয়ে প্রত্যেক ভারতবাসীর অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেওয়া হবে, এমনটাই ছিল নরেন্দ্র মোদির প্রতিশ্রুতি। কালো টাকার অজুহাত দেখিয়েই হয়েছিল নোটবন্দি৷ অথচ তারপর দেখা গিয়েছে সবটাই জুমলা৷ কালো টাকা ফেরানো তো দুরস্ত্‌, এই বিষয়ে মোদি সরকারের যে সুর্নির্দিষ্ট কোনও পরিকল্পনাই নেই তা বেআব্রু হল সংসদে৷ খোদ কেন্দ্রীয় মন্ত্রীই মেনে নিলেন সরকারের কাছে কালো টাকা নিয়ে নির্দিষ্ট কোনও তথ্য নেই৷ তবে মন্ত্রী সাফাই দিয়েছেন ২০১৫ সাল থেকে বিদেশে গচ্ছিত টাকা থেকে কর ও জরিমানা বাবদ ২৪৭৬ কোটি টাকা আদায় হয়েছে।

আরও পড়ুন : শস্য বিক্রিতে কৃষকদের ঋণ

মোদি সরকারের কালো টাকা ফেরানোর অগ্রগতি নিয়ে সম্প্রতি সংসদে প্রশ্ন করেছিলেন সমাজবাদী পার্টি দুই সাংসদ সুখরাম সিং যাদব এবং বিশ্বম্ভরপ্রসাদ নিশাদ। তাঁদের প্রশ্ন ছিল, ২০১৪ সাল থেকে চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত মোট কত কালো টাকা ভারতে ফেরানো হয়েছে? এর উত্তরে অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরি বলেন, গত পাঁচ বছরে বিদেশের মাটিতে কত কালো টাকা গচ্ছিত হয়েছে সে বিষয়ে সরকারের কাছে কোনও তথ্য নেই। তবে বিদেশের ব্যাঙ্কে কালো টাকার বিরুদ্ধে সরকার একাধিক উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে এবং সেইসব পদক্ষেপে ইতিবাচক ফল মিলেছে। বিদেশে গচ্ছিত টাকা থেকে কর ও জরিমানা বাবদ সরকার ২৪৭৬ কোটি টাকা আদায় করেছে। ভোটের আগে জনগণকে লাগামছাড়া ভাঁওতা দিয়ে ক্ষমতায় আসার পর প্রতিশ্রুতি ভুলে যাওয়ার যে রেকর্ড মোদি সরকারের, কালো টাকা নিয়ে তথ্যে তা আরও স্পষ্ট৷

Latest article