সূর্য, যার আলোকে আলোকিত হয় পৃথিবী, বেঁচে রয়েছে জীবকুল তাকে ছুঁয়ে দেখল নাসা। অবিশ্বাস্য তবু বাস্তব। এই প্রথমবার এই ঘটনা ঘটাল এই মহাকাশবিজ্ঞান সংস্থা। নিয়ে এসেছে নমুনাও। কিন্তু সূর্যের গনগনে আগুনের তেজ। সেখানে কীভাবে পোঁছানো সম্ভব হল?
আরও পড়ুন-আজও প্রচারে নেত্রী ও অভিষেক
জানা গিয়েছে, নাসা সূর্যের বহিরাবরণে প্রবেশ করতে সক্ষম হয়েছে। একে কোরোনা বলা হয়। এই কোরোনাকে পেরিয়ে গিয়েছে নাসার সৌরযান ‘পার্কার’। এবার সে এখান থেকে নমুনা পাঠাবে। জানাবে এখানকার বায়ুমণ্ডল, সৌরপদার্থ এবং চৌম্বকক্ষেত্র সম্বন্ধে। এতেই খুলে যেতে পারে সূর্যের অনেক রহস্য। আর সেদিকেই তাকিয়ে রয়েছেন বিজ্ঞানীরা।