আজও প্রচারে নেত্রী ও অভিষেক

গোটা প্রচারপর্বে এবার তরুণ প্রজন্মের উপস্থিতি সবারই নজর কাড়ছে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দল এবার বিশেষ গুরুত্ব দিয়েছে মহিলাদের।

Must read

প্রতিবেদন : গোয়া সফর সেরে বুধবারই কলকাতা ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর শহরে পা দিয়েই নেমে পড়েছেন নির্বাচনী প্রচারে। বুধবার উত্তর কলকাতার ফুলবাগানে নির্বাচনী সভা করেন তিনি। আজ বৃহস্পতিবার শহরে তাঁর আরও দুটি নির্বাচনী জনসভা রয়েছে। বুধবার উত্তরে সভা করে এদিন তিনি থাকবেন দক্ষিণে।

আরও পড়ুন-মোদি জমানায় নাগরিকত্ব ত্যাগ ৮.৫ লক্ষ ভারতীয়র

প্রথমটি বেহালা চৌরাস্তায় আর দ্বিতীয়টি বাঘাযতীনে। গড়িয়াহাট থেকে একদিকে বেহালা এবং অন্যদিকে, টালিগঞ্জ ও যাদবপুরের মতো এলাকার ৮৪ জন প্রার্থীর সমর্থনে প্রচার করবেন দলনেত্রী। প্রত্যেক প্রার্থীর পাশাপাশি থাকবেন দলের শীর্ষ নেতৃত্বও। মুখ্যমন্ত্রীর পাশাপাশি এদিন শহরে মহামিছিল করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। দুপুর দু’টোয় বড়বাজারের রাজাকাটরা থেকে শিয়ালদহ হয়ে বউবাজারের ব্যাংক অফ ইন্ডিয়া পেরিয়ে শশীভূষণ দে স্ট্রিট পর্যন্ত মিছিল করবেন তিনি।

আরও পড়ুন-বর্ষবরণ উৎসব পালনে রাত পর্যন্ত মিলবে ছাড়

এভাবেই শেষবেলায় পুরভোটের প্রচারে ঝড় তুলতে চাইছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আগামী ১৯ ডিসেম্বর কলকাতার পুরভোট। ২১ তারিখ ফলাফল ঘোষণা। প্রতিটা ওয়ার্ডেই এরই মধ্যে প্রচারে ঝড় উঠে গিয়েছে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার, রোড শো, নির্বাচনী সভা থেকে মিছিল কিছুই বাদ দিচ্ছেন না তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। প্রচারে অংশ নিচ্ছেন দলের শীর্ষনেতাদের পাশাপাশি মন্ত্রিসভার সদস্যরাও। টেলিভিশন ও রুপোলি পর্দার তারকাদেরও নিয়ে চলছে পাড়ায় পাড়ায় প্রচার।

গোটা প্রচারপর্বে এবার তরুণ প্রজন্মের উপস্থিতি সবারই নজর কাড়ছে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দল এবার বিশেষ গুরুত্ব দিয়েছে মহিলাদের। মহিলাদের জন্য সংরক্ষিত আসনের বাইরেও এবার অনেক মহিলাদের প্রার্থী করেছে দল। সেটাও কৌতূহল বাড়িয়েছে সাধারণ ভোটারদের।

Latest article