মোদি জমানায় নাগরিকত্ব ত্যাগ ৮.৫ লক্ষ ভারতীয়র

কেন্দ্রীয় সরকার লাগু করেছে নাগরিকত্ব বিল। বারবার বলে এসেছে অন্যান্য দেশের ব্রাত্য মানুষদের নাগরিকত্ব দেবে ভারত সরকার।

Must read

প্রতিবেদন : কেন্দ্রীয় সরকার লাগু করেছে নাগরিকত্ব বিল। বারবার বলে এসেছে অন্যান্য দেশের ব্রাত্য মানুষদের নাগরিকত্ব দেবে ভারত সরকার। এসবের মাঝে কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক রিপোর্টে উঠে এল এক ভয়ংকর তথ্য। সেই তথ্য অনুযায়ী প্রত্যেক বছর দেশের নাগরিকত্ব ত্যাগ করছেন লক্ষ লক্ষ ভারতবাসী। গত ৭ বছরে সেই সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৮.৫ লক্ষ।

আরও পড়ুন-বর্ষবরণ উৎসব পালনে রাত পর্যন্ত মিলবে ছাড়

নাগরিকত্ব ত্যাগের এই তথ্য প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। তিনি সংসদে জানিয়েছেন, চলতি বছরে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ১,১১,২৮৭ জন ভারতীয় নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন৷ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত গত সাত বছরে ৮,৮১,২৫৪ জন ভারতীয়র নাগরিকত্ব ছেড়ে দেওয়ার ঘটনা ঘটেছে৷ এর পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত ১০,৬৪৫ জন বিদেশি ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। মূলত যাঁরা অন্য দেশে সংখ্যালঘু৷

এর মধ্যে পাকিস্তানের ৭,৭৮২ জন, আফগানিস্তান থেকে রয়েছেন ৭৯৫ জন। নাগরিকত্ব ছেড়ে দেওয়ার তথ্য স্বাভাবিভাবেই আঙুল তুলে দিয়েছে কেন্দ্রের দিকে। প্রশ্ন উঠছে কেন এমন হচ্ছে গত সাত বছরের মোদি জমানায়। প্রশ্ন উঠছে, তবে কি ২০১৪ থেকে ক্ষমতায় আসীন বিজেপি সরকার ঠিক পরিষেবা দিতে পারছে না দেশের মানুষকে? তাই কি লক্ষ লক্ষ মানুষ ভারতের নাগরিকত্ব ত্যাগ করছেন?

আরও পড়ুন-মানুষের পরিষেবায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, স্বচ্ছ, সক্রিয় পুর–প্রশাসন

প্রসঙ্গত, নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকে অচ্ছে দিনের কথা বলে এসেছেন। দেখা যাচ্ছে সেই অচ্ছে দিনের ঠেলায় নাকাল দেশবাসী এখন দেশ ছেড়ে চলে যেতে চাইছেন৷ তাই নাগরিকত্ব ত্যাগের হিড়িক৷ একদিকে বিপর্যস্ত অর্থনীতি, অন্যদিকে ঢালাও বেসরকারীকরণ, মূল্যবৃদ্ধি, নোটবন্দির মতো বিষয়৷ এর উপর বিজেপির প্রচার করা উগ্র হিন্দুত্বের বাতাবরণে বাড়ছে বিভাজন, নষ্ট হচ্ছে সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের পরিবেশ৷

Latest article