বর্ষবরণ উৎসব পালনে রাত পর্যন্ত মিলবে ছাড়

শুধু তাই নয়, বড়দিন থেকে নতুন বছর পর্যন্ত হোটেল রেস্তরাঁ পানশালা বাড়তি সময় খোলা রাখার অনুমোদন দেওয়া হয়েছে।

Must read

প্রতিবেদন: দুর্গাপুজো ও দীপাবলির মতে রাতের কড়াকড়িতে ছাড় মিলবে বড়দিন ও ইংরেজি বর্ষবরণ উৎসবেও। এই উপলক্ষে এক সপ্তাহ নৈশ বিধিনিষেধ শিথিল করার কথা ঘোষণা করেছে নবান্ন। শুধু তাই নয়, বড়দিন থেকে নতুন বছর পর্যন্ত হোটেল রেস্তরাঁ পানশালা বাড়তি সময় খোলা রাখার অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন-ভারতীয় সার্কাস পার্টির সমাচার পুরভোটে রঙ্গ মজাদার

ওমিক্রন নিয়ে আতঙ্কের আবহে রাজ্যে চলতি কোভিড বিধিনিষেধের মেয়াদ আরও একমাস বাড়িয়েছে নবান্ন। বুধবার ১৫ ডিসেম্বর পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ ছিল। রাজ্যের বিপর্যয় ব্যবস্থাপন কর্তৃপক্ষের সুপারিশক্রমে তা ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানোর কথা এদিন নবান্নের তরফে ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন-ইউনেস্কোর হেরিটেজ সম্মান বাংলার দুর্গাপুজোকে মুখ্যমন্ত্রীর দীর্ঘদিনের দাবি, শাহকে কটাক্ষ অভিষেকের

এই পর্বেও রাত এগারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত যানবাহন ও লোক চলাচলে নিষেধাজ্ঞা জারি থাকছে। যদিও বড়দিন ও ইংরেজি বর্ষবরণ উপলক্ষে ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত ওই বিধিনিষেধে ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা-সহ যাবতীয় কোভিড বিধি পালন করার ওপরেও জোর দেওয়া হয়েছে। পাশাপাশি কলকাতার রাস্তায় নিরপত্তার জন্য থাকবে পুলিশি টহল। বিশেষ করে পার্ক স্ট্রিট এলাকায়।

Latest article