ইউনেস্কোর হেরিটেজ সম্মান বাংলার দুর্গাপুজোকে মুখ্যমন্ত্রীর দীর্ঘদিনের দাবি, শাহকে কটাক্ষ অভিষেকের

এই স্বীকৃতির ফলে আন্তর্জাতিক মহলে বাংলার দুর্গাপুজোকে কেন্দ্র করে কৌতূহল বাড়বে। পর্যটনেও নতুন গতি আসবে বলে মনে করা হচ্ছে।

Must read

প্রতিবেদন : বাংলা ও সারা বিশ্বের বাঙালির জন্য গর্বের মুহূর্ত। বাংলার মুকুটে যুক্ত হল নতুন পালক। ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টেফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন-ইউনেস্কোর হেরিটেজ তকমা পেল বাংলার দুর্গাপুজো। দীর্ঘদিন ধরে যে দাবি জানিয়ে আসছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার ইউনেস্কোর ভারতীয় বিভাগের ট্যুইটার হ্যান্ডেল থেকে এক বার্তায় বলা হয়েছে, কলকাতার দুর্গাপুজোর মধ্যে আছে দীর্ঘ সাংস্কৃতিক ঐতিহ্য। যে কারণেই এটিকে ইউনেস্কোর কালচালার হেরিটেজের তালিকায় অন্তর্ভুক্ত করা হল। সাংস্কৃতিক মহল বলছে, বাংলার দুর্গাপুজোকে বিশ্বমঞ্চে তুলে ধরতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের ফসল এই স্বীকৃতি। ঘোষণার পরেই উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী ট্যুইট করেছেন৷

আরও পড়ুন-ত্রিপুরার আইনশৃঙ্খলার অবনতি নিয়ে এবার সরব মোদির মন্ত্রীই

বলেছেন, সিটি অফ জয়ের জন্য আর এক উৎসবের মুহূর্ত৷ বাংলার দুর্গাপুজো পেল ইউনেস্কোর স্বীকৃতি৷ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য তাঁর ট্যুইটে সরাসরি কটাক্ষ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে৷ বলেছেন, এবার অন্তত দু’মিনিট নীরাবতা পালন করুন অমিত শাহ ও বিজেপির নেতারা৷ বিধানসভা ভোটের প্রচার যাঁরা কটাক্ষ করে বলছিলেন বাংলায় নাকি দুর্গাপুজোই হয় না৷ বিজেপি ধর্মন্ধতা আর প্রতারণা প্রকাশ্যে এসে গিয়েছে৷ এরপর আর অন্য কিছু বলার প্রয়োজন হয় না৷

আরও পড়ুন-বিজ্ঞান থেকে খাদ্যশস্য , লোকসভায় সরব তৃণমূল কংগ্রেস

পশ্চিমবঙ্গ সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময়ে দুর্গাপুজোকে ইউনেস্কোর হেরিটেজ তালিকায় রাখার দাবিতে সরব হয়েছেন। অবশেষে দুর্গাপুজোর হেরিটেজ তকমা চেয়ে ইউনেস্কোর কাছে আবেদন করে ভারত সরকার৷ বিশ্ব জুড়ে এমন বহু আবেদন ইউনেস্কোর কাছে এখনও জমা পড়ে রয়েছে৷ সেই আবেদনগুলি খতিয়ে দেখতে ১৩ ডিসেম্বর প্যারিসে বিশেষ অধিবেশনে বসেন ইউনেস্কোর আধিকারিকরা৷

আবেদন খতিয়ে দেখার পরই বাঙালির দুর্গাপুজোকে হেরিটেজ তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেয় ইউনেস্কো৷ অনন্য এই স্বীকৃতির ফলে আন্তর্জাতিক মহলে বাংলার দুর্গাপুজোকে কেন্দ্র করে কৌতূহল বাড়বে। পর্যটনেও নতুন গতি আসবে বলে মনে করা হচ্ছে।
বাংলার এই আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়াতে কেন্দ্রও মুখ বাঁচাতে বাধ্য হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গের প্রশংসা করতে৷

Latest article