করোনাভাইরাসের কারণে রাজ্যে চলছে বিধিনিষেধ। বন্ধ লোকাল ট্রেন। চলছে দূরপাল্লার ট্রেন। কিন্তু সেটাও গত কয়েকদিন টানা বৃষ্টির কারণে ব্যাহত হয়েছে। আগেই বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছিল। বৃষ্টি থামলেও রবিবার কারশেডে জল জমে থাকায় ২২টি ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে যেমন ভিন রাজ্যে যাওয়ার ট্রেন রয়েছে, তেমনই আছে বেশ কয়েকটি ইন্টারসিটি এক্সপ্রেস। রামপুরহাট, সিউড়ি, মালদার মতো বেশ কিছু জায়গায় যাওয়ার ইন্টারসিটি এক্সপ্রেসগুলিও বাতিল করা হয়েছে।
আরও পড়ুন-২১ বছরের দাম্পত্য বিতর্ক মেটালেন প্রধান বিচারপতি রামান্না
কোন কোন ট্রেন বাতিল হয়েছে-
১) মালদা টাউন- হাওড়া স্পেশাল
২) হাওড়া- আসানসোল স্পেশাল
৩) হাওড়া- রামপুরহাট স্পেশাল
৪) রামপুরহাট- হাওড়া স্পেশাল
৫) হাওড়া – মালদা টাউন স্পেশাল
৬) সিউড়ি- হাওড়া স্পেশাল
৭) হাওড়া- সিউড়ি স্পেশাল
৮) হাওড়া- প্রয়াগরাজ রামবাগ স্পেশাল
৯) হাওড়া- ধানবাদ স্পেশাল
১০) রাধিকাপুর- হাওড়া স্পেশাল
১১) হাওড়া- ভাগলপুর স্পেশাল
১২) ভাগলপুর- হাওড়া স্পেশাল
১৩) হাওড়া- জামালপুর স্পেশাল
১৪) হাওড়া- রাজেন্দ্রনগর স্পেশাল (টি)
১৫) কাটিহার- হাওড়া স্পেশাল
১৬) কাঠগোদাম- হাওড়া স্পেশাল
১৭) হাওড়া- যোগী নাগারি ঋষিকেষ স্পেশাল
১৮) ধানবাদ- হাওড়া স্পেশাল
১৯) হাওড়া- আজিমগজ স্পেশাল
২০) আজিমগজ- হাওড়া স্পেশাল
২১) হাওড়া- রাধিকাপুর স্পেশাল
২২) হাওড়া- ধানবাদ স্পেশাল
আরও পড়ুন-করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়েছে মধ্যপ্রাচ্যে, জানাল হু
টিকিয়াপাড়া কারশেডে জল জমে থাকায় অটোমেটিক সিগনালিং সিস্টেম কাজ করছে না। ফলে ট্রেন ব্যাহত হচ্ছে চলাচল। বিভিন্ন স্টেশনে দূরপাল্লার ট্রেন কিংবা স্টাফ স্পেশাল ট্রেন দাঁড় করিয়ে রাখতে হয়েছে।