“মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কন্যাশ্রী’ বাল্যবিবাহ রোধেও খুব কাজ দিচ্ছে”

Must read

আমি কন্যাশ্রী
অন্বেষা দাস।

“আমি ভূগোলে অনার্স নিয়ে এমএ পাস করেছি। এখন ডব্লুবিসিএস পরীক্ষায় বসার প্রস্তুতি নিচ্ছি। আমরা থাকি কৃষ্ণনগর গড়াইপাড়ায়। বাবা বুদ্ধদেব দাস বাড়িতেই ছোটখাটো কাপড়ের ব্যবসা করেন। সংসার চালিয়ে আমাকে লেখাপড়া করানো, প্রাইভেট টিউটরের ব্যবস্থা করা, তাঁর পক্ষে সম্ভব হয়ে উঠছিল না। এদিকে আমার পড়াশোনা চালিয়ে নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছে প্রবল। এও জানতাম, পড়াশোনা না করলেই বাড়ি থেকে আমার বিয়ে দেওয়ার জন্য উঠেপড়ে লাগবে। এই সঙ্কটে আমার সামনে আশীর্বাদ হয়ে আসে মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী প্রকল্প। আবেদন করে সহজেই এই প্রকল্পের টাকা পাওয়া যায়। ফলে আমি কন্যাশ্রী প্রকল্পে নিয়মিত স্কলারশিপ পেতে থাকি। যার দৌলতে স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনা চালিয়ে এবার চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। আমি চিরকৃতজ্ঞ মমতাদিদির কাছে। কন্যাশ্রী না থাকলে আমি এতদূর আসতেই পারতাম না। শুধু তাই নয়, ওঁর বিশ্ববন্দিত এই কন্যাশ্রী বাল্যবিবাহ রোধেও খুব কাজ দিচ্ছে।”

আরও পড়ুন-রবিবারও বাতিল একাধিক ট্রেন, কোন কোন ট্রেন বাতিল হয়েছে রইল তালিকা

Latest article