পেগাসাস: ৫ অগাস্ট মামলার শুনানি শুরু সুপ্রিম কোর্টে

Must read

পেগাসাস ইস্যু নিয়ে সরব তৃণমূল কংগ্রেস সহ সবকটি বিরোধী দল। কেন্দ্রের কাছে এই বিষয়ে আলোচনা চেয়ে বারবার সংসদের বাদল অধিবেশন মুলতুবি হচ্ছে। মোদি সরকারের গোয়ার্তুমির কারণে পণ্ড হচ্ছে লোকসভা ও রাজ্যসভার কাজকর্ম। এই ঘটনার তদন্ত চেয়ে সুপ্রিমকোর্টে আবেদন করেছেন একাধিক ব্যক্তি। সেই আবেদনের ভিত্তিতেই অবশেষে সুপ্রিম কোর্টে পেগাসাস মামলায় শুনানির দিন ধার্য হল আগামী ৫ অগাস্ট বৃহস্পতিবার।

আরও পড়ুন-বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা মিজোরাম পুলিশের!

সুপ্রিম কোর্টে আবেদনকারীদের মধ্যে রয়েছেন সাংবাদিক এন রাম ও শশী কুমার। এছাড়া তদন্তের দাবিতে পিটিশন জমা দিয়েছেন সিপিএমের সাংসদ জন ব্রিটিস ও আইনজীবী এমএল শর্মা। সর্বোচ্চ আদালতে তাঁদের আবেদন: কেন্দ্রের কাছে পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করার অনুমতি আছে কিনা, এই স্পাইওয়্যার ব্যবহার করে নজরদারি চালানো হয়েছে কিনা, তা জানানোর নির্দেশ দিক আদালত। পেগাসাস ইস্যুতে নিরপেক্ষ তদন্তের আর্জি জানিয়েছেন তাঁরা। এই বিষয়ে একটি জনস্বার্থ মামলাও করা হয়েছে।পেগাসাস নিয়ে সবকটি আবেদনেরই শুনানি হবে বৃহস্পতিবার।ভারতের প্রধান বিচারপতি এনভি রামন্নার নেতৃত্বাধীন বেঞ্চ শুনবে স্পর্শকাতর পেগাসাস মামলা।

আরও পড়ুন-করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়েছে মধ্যপ্রাচ্যে, জানাল হু

Latest article