শান্তনু বেরা, দিঘা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যটনশিল্পের বিকাশে বরাবরই আগ্রহী। তা উত্তরবঙ্গের প্রকৃতি ঘিরেই হোক বা তীর্থস্থান। দক্ষিণেশ্বর, কালীঘাটে স্কাইওয়াকের পর তিনি দিঘায় পুরীর মন্দিরের আদলে গড়ে তুলতে চান জগন্নাথমন্দির। প্রাথমিকভাবে ঠিক হয়েছিল ওল্ড দিঘার জগন্নাথঘাটের কাছে জগন্নাথমন্দির সংলগ্ন এলাকায় মন্দির গড়ে তোলা হবে।
আরও পড়ুন-কেন্দ্রের বিরুদ্ধে মহামিছিলে জনস্রোত
কিন্তু সেখানে পর্যাপ্ত জায়গা না থাকায় মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্পকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে দিঘা রেল স্টেশন লাগোয়া ভোগীব্রহ্মপুর মৌজায়। সেখানেই ২৫ একর জুড়ে গড়ে উঠবে জগন্নাথদেবের অনিন্দ্যসুন্দর মন্দির। নকশা ও মন্দিরের রেপ্লিকা ইতিমধ্যে চূড়ান্ত হওয়ার পর হিডকোর তত্ত্বাবধানে পুরো এলাকায় সীমানা প্রাচীর দেওয়ার কাজ চলছে।
আরও পড়ুন-ম্যান অফ দ্য ম্যাচ পুলিশ
গত মে মাসে যশের তাণ্ডবে সৈকতসুন্দরী দিঘা লন্ডভন্ড হয়ে গিয়েছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশে ১৩ কোটি টাকা খরচে যুদ্ধকালীন তৎপরতায় সৈকতের সৌন্দর্যায়নের কাজও শেষের পথে। জেলা প্রশাসন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী দিঘা সফরে এসে প্রস্তাবিত জগন্নাথমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সৈকতের সৌন্দর্যায়নের উদ্বোধন করতে পারেন। তবে সফরের তারিখ চূড়ান্ত হয়নি। কয়েকদিন আগে প্রস্তাবিত জগন্নাথমন্দির নির্মাণে ১২৮ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-মধু চা-বাগানে মধুর হাসি
তারপরেই ভোগীব্রহ্মপুর মৌজা-সহ দিঘা জুড়ে প্রবল উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, পুরীর মতো এই মন্দির গোটা এলাকার সৌন্দর্যবৃদ্ধির পাশাপাশি দিঘার অর্থনীতি আমূল বদলে দেবে। পর্যটকেরা মনে করছেন, পুরীর মতো দিঘাতেও সমুদ্রস্নান ও জগন্নাথমন্দির দর্শনের জোড়া আনন্দ উপভোগ করতে পারবেন।