কেন্দ্রের বিরুদ্ধে মহামিছিলে জনস্রোত

বিজেপির অপশাসনের বিরুদ্ধেও এদিন গর্জে ওঠেন সাধারণ মানুষও। মোদি সরকারের একের পর এক জনবিরোধী নীতির বিরুদ্ধেও উঠে আসে স্লোগান।

Must read

সংবাদদাতা, দিনহাটা : কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে দিনহাটায় পথে নামল তৃণমূল কংগ্রেস। রবিবার শহরের সংহতি ময়দান থেকে বিধায়ক উদয়ন গুহর নেতৃত্বে হল মহামিছিল। তিনি বলেন, ‘‘বিএসএফের ৫০ কিলোমিটার পর্যন্ত এক্তিয়ার বৃদ্ধি করে স্বরাষ্ট্র ব্যবস্থার উপর হাত দেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি সারের মূল্যবৃদ্ধি, কালোবাজারি করছে বিজেপি। এর বিরুদ্ধে সরব হয়েই এই মহামিছিল।’’

আরও পড়ুন-ম্যান অফ দ্য ম্যাচ পুলিশ

বিজেপির অপশাসনের বিরুদ্ধেও এদিন গর্জে ওঠেন সাধারণ মানুষও। মোদি সরকারের একের পর এক জনবিরোধী নীতির বিরুদ্ধেও উঠে আসে স্লোগান। মিছিলে পা মেলাতে মেলাতে অগুন্তি মানুষ এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা বলেন। তাঁদের একটাই কথা, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।’’

আরও পড়ুন-রাজনীতির হিমঘরে বিজেপি

এ দিনের মিছিলে উদয়ন গুহ মিছিলে পা মেলান তৃণমূলের জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন, মন্ত্রী পরেশচন্দ্র অধিকারী, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, তৃণমূল নেতা আবদুল জলিল আহমেদ, বিষ্ণুকুমার সরকার, মমতাজ বেগম, নিরঞ্জন দত্ত, মির হুমায়ুন কবির, অভিজিৎ দে ভৌমিক প্রমুখ। কোভিড বিধি মেনে এই মিছিল ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। রীতিমতো নজির গড়ল এই মহামিছিল। কর্মী-সমর্থকদের সঙ্গেই পথচলতি মানুষও মোদি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে মিছিলে পা মেলালেন।

Latest article