মধ্য ইরাকে বোমাবর্ষণে ধ্বংস ইরানপন্থী আধাসামরিক ঘাঁটি

মধ্য ইরাকে ইরানপন্থী একটি আধাসামরিক ঘাঁটিতে শুক্রবার রাত থেকে ব্যাপক বোমাবৃষ্টি হয়। বিস্ফোরণে নিহত হয়েছেন একজন।

Must read

প্রতিবেদন: দু’দিনের সাময়িক বিরতির পরে আবার তুমুল উত্তেজনা মধ্যেপ্রাচ্যে। এবার মিসাইলের লক্ষ্য ইরাক। মধ্য ইরাকে ইরানপন্থী একটি আধাসামরিক ঘাঁটিতে শুক্রবার রাত থেকে ব্যাপক বোমাবৃষ্টি হয়। বিস্ফোরণে নিহত হয়েছেন একজন। আহতের সংখ্যা প্রায় ১০। এই ঘটনায় আবার উত্তেজনা ছড়িয়েছে ইরানে। ফের তারা বদলার হুমকি দিয়েছে ইজরায়েলকে।

আরও পড়ুন-নওদায় অধীরকে গো–ব্যাক স্লোগানে বিক্ষোভ তৃণমূলের, বাধা অনুগামীদের

আমেরিকা অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই ঘটনায় তাদের কোনও ভূমিকা নেই। সামরিক সূত্রে জানা গিয়েছে, ইরানপন্থী এই সামরিকগোষ্ঠীর নাম হাসেদ-আল- সাবি। একসময় আইএসআইএস-এর বিরুদ্ধে লড়াই করার জন্যে তৈরি করা হয়েছিল এই প্রশিক্ষিত সশস্ত্র গোষ্ঠীকে। বর্তমানে এটি ইরাকেরই নিরাপত্তাবাহিনীর অংশ। তাদের উপরে হামলার নেপথ্যে আসলে কারা তা এখনও স্পষ্ট নয়। তবে এই বোমাবর্ষণের ফলে হাসেদ-আল-সাবিরের মজুত করা বহু যুদ্ধাস্ত্র এবং সাজসরঞ্জাম ধ্বংস হয়েছে বলে জানা গিয়েছে।

Latest article