সঞ্জিত গোস্বামী, পুরুলিয়া : শবর জনজাতির মানুষদের সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ করে দিতে পুরুলিয়ার শবর গ্রামগুলিতে যাচ্ছেন জেলাশাসক রাহুল মজুমদার। সঙ্গে প্রশাসনিক কর্তারা। ২ জানুয়ারি থেকে আবার দুয়ারে সরকার শিবির হবে। সেই শিবিরে যাতে শবররা গিয়ে প্রকল্পের জন্য আবেদন করেন, তার জন্য প্রয়োজনীয় নথির ব্যবস্থা করে দেওয়ার জন্য এমন উদ্যোগ। বিশেষত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে শবর মহিলাদের সুযোগ দিতে চাইছে প্রশাসন।
আরও পড়ুন-দিঘায় জগন্নাথ মন্দিরের কাজ শুরু
জেলাশাসক জানিয়েছেন, পুরুলিয়ার ১৬৪টি গ্রামের টোলায় (শবরপাড়ায়) ৩১৭৬টি শবর পরিবার রয়েছে। জনসংখ্যা ১২ হাজারের মতো। দেখা গিয়েছে, আগের দুয়ারে সরকার শিবিরে শবরদের তেমন আবেদন চোখে পড়েনি। ইতিমধ্যে জেলাশাসক বেশ কয়েকটি গ্রামে নিজে গিয়ে শবরদের সঙ্গে কথা বলেছেন।
আরও পড়ুন-কেন্দ্রের বিরুদ্ধে মহামিছিলে জনস্রোত
শবরদের মধ্যে প্রথম স্নাতক রমনীতি শবর, এবার স্লাতক হওয়া রত্নাবলী শবর এবং স্কুলপড়ুয়া কয়েকজন শবর তরুণকে কার কী নথি নেই, তার তালিকা করতে বলেছেন। জাতিগত শংসাপত্র, ব্যাঙ্কের বই, রেশন কার্ড, আধার কার্ড ইত্যাদি নথি লাগে আবেদনের সময়। জেলাশাসক নিজে চেষ্টা করছেন বৈধ নথি যাতে তাঁরা পান। শবর গ্রামে আর্থ- সামাজিক পরিস্থিতিও খতিয়ে দেখছেন তিনি।