এনএসডি-তে পড়বেন কেশব

দেশের সর্বোচ্চ নাট্যশিক্ষা প্রতিষ্ঠান ন্যাশনাল স্কুল অফ ড্রামায় ভর্তির সুযোগ পেয়ে জেলার নাম উজ্জ্বল করলেন মালদহের কেশব দাস।

Must read

মানস দাস, মালদহ : দেশের সর্বোচ্চ নাট্যশিক্ষা প্রতিষ্ঠান ন্যাশনাল স্কুল অফ ড্রামায় ভর্তির সুযোগ পেয়ে জেলার নাম উজ্জ্বল করলেন মালদহের কেশব দাস। রাজ্যে এই নজির বিরল। এনএসডি-র প্রবেশিকা পরীক্ষার ফলে সাহাপুর এলাকার কেশবের সাফল্যে কুর্নিশ জানিয়ে জেলার একাধিক সংস্থা সংবর্ধনায় ভাসিয়ে দিচ্ছে।

আরও পড়ুন-গদ্দার দিবসের বর্ষপূর্তি

প্রসঙ্গত, ন্যাশনাল স্কুল অফ ড্রামার দিল্লি ছাড়াও উত্তর-পূর্ব ভারতের আগরতলা ও গ্যাংটকে দুটি শাখা রয়েছে। প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হলেই এই প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ মেলে। তবে এখানে পৌঁছতে কেশবের পথ মসৃণ ছিল না। বাবা মধুসূদন দাসের ছিল ছোট ওষুধের ব্যবসা। তিন বছর আগে মৃত্যু হয়। জেরক্সের দোকান দিয়ে কোনওক্রমে সংসার চালান কেশব। মা ও ভাই তাঁর উপর নির্ভরশীল। তবে নাট্যচর্চায় কোনও বাধাই টলাতে পারেনি। দশ বছর বয়সেই শুরু নাট্যচর্চা। সংবাদ ও গণজ্ঞাপন বিষয়ে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে এমএ করেন। কেশব জানান, প্রতিকূলতাকে জয় করে নিজের ও পরিবারের স্বপ্নপূরণ করাই প্রধান লক্ষ্য।

Latest article