বিজেপি নেতার প্রলাপ

শনিবার আসানসোলে জিটি রোডের দলীয় কার্যালয়ে এ কথা বলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাশু।

Must read

অসীম চট্টোপাধ্যায়, দুর্গাপুর : দিন দিন পায়ের তলার মাটি যত আলগা হচ্ছে, ততই মানসিক হতাশা থেকে প্রলাপ বকছেন বিজেপি নেতারা। শনিবার আসানসোলে জিটি রোডের দলীয় কার্যালয়ে এ কথা বলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাশু। আসানসোল নগর নিগম ভোট প্রসঙ্গে আসানসোলের প্রাক্তন মেয়র ও বিজেপি নেতার প্রতি কটাক্ষ করে তিনি বলেন, উনিও এই দলেই পড়েন।

আরও পড়ুন-এনএসডি-তে পড়বেন কেশব

প্রাক্তন মেয়রের বক্তব্যের তীব্র সমালোচনা করে শিবদাসন বলেন, হতাশার প্রতিফলন ঘটেছে তাঁর কথায়। প্রসঙ্গত, আসানসোলের প্রাক্তন মেয়র ও বিজেপি নেতা রীতিমতো সাংবাদিক বৈঠক ডেকে সম্প্রতি দাবি করেন, আসন্ন পুর নির্বাচনে আসানসোলে ২০টির বেশি আসন পাবে না তৃণমূল কংগ্রেস। নগর নিগমের বর্তমান প্রশাসক অমর চট্টোপাধ্যায়ের নাম না করে তিনি এও বলেন, পুর প্রশাসককে মেয়র প্রোজেক্ট করে নির্বাচনে গেলে ১০টির বেশি আসন পাবে না তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন-গদ্দার দিবসের বর্ষপূর্তি

জবাবে শিবদাসনের বক্তব্য, তৃণমূল কংগ্রেস কখনওই কাউকে প্রোজেক্ট করে নির্বাচন লড়ে না। কারণ এই দলে নেতা-নেত্রীর কোনও অভাব নেই। তাছাড়া উনি যদি এত বড় নেতাই হতেন, তাহলে নিজে কেন বিধানসভা ভোটে শোচনীয়ভাবে হারলেন? হিম্মত থাকলে আসানসোলের ১০৬টি ওয়ার্ডের যতগুলিতে খুশি উনি প্রতিদ্বন্দ্বিতা করুন। আসানসোলের মানুষ ওঁর জামানত জব্দ করে ছাড়বেন। আসলে দীর্ঘদিন ক্ষমতার বৃত্তে থাকার পর এখন হাতে কোনও কাজ নেই, তাই সেই হতাশা থেকেই পাগলের প্রলাপ বকে চলেছেন ওই বিজেপি নেতা। দলটার হাল এখন এমনই হয়েছে।

Latest article