অসীম চট্টোপাধ্যায়, দুর্গাপুর : দুর্গাপুর নগর নিগমের নতুন মেয়র হিসেবে শপথ নিলেন অনিন্দিতা মুখোপাধ্যায় (Anindita Mukherjee)। তৃণমূল পরিচালিত দ্বিতীয় পুরবোর্ডে ডেপুটি মেয়র ছিলেন। শুক্রবার সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে অনিন্দিতাকে (Anindita Mukherjee) মেয়র হিসেবে বাংলায় শপথ পাঠ করান পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুণপ্রসাদ। ১৩ ডিসেম্বর শারীরিক অসুস্থতার কারণে মেয়রপদ থেকে ইস্তফা দেন রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত আমলা দিলীপ অগস্তি। তাঁর ইস্তফার পরেই পরবর্তী মেয়র নিয়ে শুরু হয় জল্পনা। দলের শীর্ষ নেতৃত্ব অনিন্দিতার নামেই চূড়ান্ত সিলমোহর দেয়। অনিন্দিতার ছেড়ে যাওয়া ডেপুটি মেয়রের পদে দ্বিতীয়বারের জন্য আসীন অমিতাভ বন্দ্যোপাধ্যায়। একদা প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা সাংসদ প্রয়াত আনন্দগোপাল মুখোপাধ্যায়ের পুত্রবধূ অনিন্দিতা, দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন মেয়র অপূর্ব মুখোপাধ্যায়ের স্ত্রী। উচ্চশিক্ষা বিশ্বভারতীতে। সুশাসক হিসেবে যোগ্যতার প্রমাণ দিয়েছেন। স্বচ্ছ ভাবমূর্তির পাশাপাশি শহরের সাংস্কৃতিক আন্দোলনের জন্যও জনপ্রিয়। শপথ গ্রহণের পর তিনি নাগরিকদের কাছে সব ধরনের সহযোগিতা প্রার্থনা করেছেন। অনুষ্ঠানে ছিলেন বিধায়ক বিধান উপাধ্যায়, বিধায়ক প্রদীপ মজুমদার, তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাশু প্রমুখ। ১৯৯৭ সালে সাবেক দুর্গাপুর নোটিফায়েড এরিয়া অথরিটি (ডিএনএএ) থেকে নগর নিগম হয় এই বোর্ড। তারপর তিন দফায় ক্ষমতা ছিল বামেদের হাতে। ২০১২-র ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন: উত্তরবঙ্গের পথে নামছে ইলেকট্রিক বাস