উত্তরবঙ্গের পথে নামছে ইলেকট্রিক বাস

Must read

সংবাদদাতা, মালদহ : কলকাতার পর এবার উত্তরবঙ্গের পথে নামবে ইলেকট্রিক বাস (Electric Bus)। প্রথমে পর্যয়ে থাকছে ৫০টি বাস। এরপর ধীরে ধীরে বাড়বে সংখ্যা। নতুন করে নিয়োগ হবে চালক ও কনডাক্টর। মালদহের নালাগোলা রুটে আরও বেশি বাস (Electric Bus) চালানো হবে।

আরও পড়ুন: কোচবিহারে BJP-তে বিদ্রোহ

পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি এবং দূষণ মোকাবিলায় ইলেকট্রিক বাসের ভাবনা বলে জানালেন উত্তরবঙ্গ পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। তিনি বলেন, ‘শীঘ্রই উত্তরবঙ্গের পথে নামবে সিএনজি ইলেকট্রিক বাস। এর ফলে রাজ্য সরকারের অর্থ সাশ্রয় ও দুষণ দুটোই কমবে।’ শুক্রবার উত্তরবঙ্গ রাষ্টীয় পরিবহণ নিগমের চাঁচল ডিপো ও মালদহ গৌড়কন্যা বাস টারমিনার্স পরিদর্শন করেন তিনি। ছিলেন মালদহ ডিপো ইনচার্জ গৌতম ধর-সহ অন্যান্য আধিকারিক। ৫০টি নতুন বাস আসবে বলেও জানান তিনি। নতুন রুট তৈরি করে সেসব স্থানে চালানো হবে বাস। এমনকী মালদহের পর্যটনকেন্দ্র ও পিকনিক স্পটগুলিতে আগামীদিনে দোতলা বাস চালানোর পরিকল্পনার কথাও জানান পার্থবাবু। ইংরেজবাজার শহরে সিটি বাস ও কালিয়াচক কলকাতা বাস পরিষেবার জন্য প্রস্তাবও এসেছে তা তিনি উল্লেখ করেন। মালদহ ডিপো থেকে নভেম্বর মাসে ৭৪ লক্ষ টাকা আয় হয়েছে। তিনি আশাবাদী ২০২২ সালে সেটি এক কোটি অতিক্রম করবে। উত্তরবঙ্গ পরিবহণ দফতরের বাসের আদলে রাস্তায় চলছে বাস সেগুলিকে চিহ্নিত করে দ্রুত ব্যাবস্থা নেওয়ার কথা বলেন। অপরদিকে এদিন তিনি ‘গাজোল হইতে মাথাভাঙা ও গাজোল হইতে কোচবিহার’ দুটি সরকারি বাস পরিষেবার উদ্বোধন করেন।

Latest article