প্রতিবেদন : নতুন বছরে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে বসবে কলকাতা পুরসভার প্রথম অধিবেশন। এ-জন্য আগামী মঙ্গলবারই জারি হবে বিজ্ঞপ্তি। মঙ্গলবার শপথপর্ব মিটে যাওয়ার পর প্রথম বোর্ড মিটিংয়ে বসবে নতুন পুরবোর্ড। এখনও পর্যন্ত ঠিক আছে নতুন বছরের শুরুতে জানুয়ারি মাসেই কলকাতা কর্পোরেশনের প্রথম অধিবেশন হবে। সে-কারণেই চেষ্টা চলছে আগামী মঙ্গলবারই অধিবেশনের বিজ্ঞপ্তি প্রকাশের।
আরও পড়ুন-কাঁথিতে কলেজ পড়ুয়াদের CRPF দিয়ে মার খাওয়ানোয় প্ররোচনা শুভেন্দুর ভাই দিব্যেন্দুর
শুক্রবার বেশিরভাগ কাউন্সিলরই শপথ নিয়েছেন। যদিও বাম ও বিজেপি কাউন্সিলররা কেউ এখনও শপথ নেননি৷ আগামী সোমবারের মধ্যে তাঁরাও শপথ নেবেন। এ ছাড়া যাঁরা এখনও শপথ নেননি তৃণমূল কংগ্রেসের সেই সব কাউন্সিলরও শপথ নেবেন। মঙ্গলবার শপথ নেবেন মেয়র, ডেপুটি মেয়র ও চেয়ারপার্সন। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হলে নতুন বোর্ডের সকলকে নিয়ে বৈঠকে বসবেন ফিরহাদ হাকিম। আগামী দিন কীভাবে পুরবোর্ড চলবে, কী হবে তার দিশা, কোন কাজগুলিকে প্রাথমিক পর্বে অগ্রাধিকার দেওয়া হবে— তা আলোচনা হবে ওই দিনের বোর্ড মিটিংয়ে।
আরও পড়ুন-Mimi Chakraborty: ভোররাতে “সান্তা ক্লজ” ঘুমন্ত ফুটপাতবাসীদের কাছে মিমি
সংবাদমাধ্যমের সামনে ‘ভিশন কলকাতা’ বলবেন মেয়র। তার আগে বোর্ড মিটিংয়েও ‘ভিশন কলকাতা’ আলোচনা হবে। নিয়ম অনুযায়ী পুর-অধিবেশনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের পর পনেরো দিন সময় দিতে হয়। ফলে মঙ্গলবার অর্থাৎ ২৮ ডিসেম্বর অধিবেশনের বিজ্ঞপ্তি প্রকাশ হলে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে কলকাতা কর্পোরেশনের প্রথম অধিবেশন বসবে। চেয়ারপার্সন মালা রায় জানালেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতাবাসীর জন্য যে দশদিগন্তের উন্নয়নের কথা বলেছেন তাকে অগ্রাধিকার দিয়েই কাজ শুরু করবে নতুন বোর্ড।