সংবাদদাতা, আলিপুরদুয়ার : করোনার ধাক্কা বেসামাল করে দিয়েছিল পরিবহণ সংস্থাগুলোকে। বিরাট ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল। তবুও রাজ্য সরকারি পরিবহন সংস্থা মানুষকে পরিষেবা দিয়ে গিয়েছে নিয়মিত। কোভিডের জেরে লাগোয়া রাজ্য অসমের বিভিন্ন রুটে বন্ধ ছিল বাস পরিষেবা। এবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই অসমে বাস পরিষেবা চালু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা।
আরও পড়ুন-গোর্খাল্যান্ড হওয়ার নয় : বিনয়
রবিবার সকালে আলিপুরদুয়ার ডিপো থেকে আসামের বঙ্গাইগাঁও ও ধুবড়িতে চালু হল বাস পরিষেবা। উদ্বোধন করেন চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। বলেন, এই পরিষেবা চালু হওয়ায় এই জেলা ও কোচবিহার জেলার মানুষ উপকৃত হবেন। এ ছাড়া উত্তরবঙ্গ পরিবহণ বিহার ও কাঠমান্ডুতেও বাস চালাবে। পর্যটন প্রসারে সবুজের হাতছানি ছোট বাস থাকছে। এগুলো ভাড়া দেওয়া হবে। অনুষ্ঠানে ছিলেন জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা, এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, প্রাক্তন চেয়ারম্যান দীপ্ত চট্টোপাধ্যায়, পুর প্রশাসক প্রসেনজিৎ কর প্রমুখ।